Neeraj Chopra : বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার, ইতিহাসে নীরজ চোপড়া!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 23, 2023 | 12:53 PM

Neeraj Chopra World No.1 in men's javelin ranking: টোকিও অলিম্পিকে সোনা জেতার পর ডায়মন্ড লিগে ধারাবাহিক সাফল্য পেয়েছেন নীরজ। গত মরসুমে সেরার সেরা খেতাব জিতেছিলেন। এই মরসুমের শুরুতেই দোহা পর্বে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু এতদিন ব়্যাঙ্কিংয়ের খাতায় সেরা ছিলেন না। তাও অর্জন করে ফেললেন।

Neeraj Chopra : বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার, ইতিহাসে নীরজ চোপড়া!
বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার, ইতিহাসে নীরজ চোপড়া!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদকই ছিল দূরঅস্ত। শুধু পদক নয়, তিনি জিতেছেন সোনা। সেই সোনার ছেলের এ বার আরও এক কীর্তি। খেলার জগত তো বটেই, যে কোনও ভারতীয়কে যা গর্বিত করছে। জ্যাভলিনে এই মুহূর্তে নীরজ চোপড়াই (Neeraj Chopra) সেরা মুখ। বলা যেতে পারে, তিনিই ব্র্যান্ড। তিনিই আইকন। সেই নীরজ চোপড়া এখন বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ার। বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশন সদ্য প্রকাশ করেছে ব়্যাঙ্কিং। তাতে জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে এক নম্বরে রয়েছে ভারতের নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর উত্থান যে হঠাৎ হয়নি, তা প্রমাণ করে চলেছেন নীরজ। ব়্যাঙ্কিংয়ের খাতায় বিশ্বের সেরার তাকমা পাওয়াটা নিশ্চিত ভাবে গর্বের ব্যাপার। বিস্তারিত রইল TV9Bangla Sportsএ।

টোকিও অলিম্পিকে সোনা জেতার পর ডায়মন্ড লিগে ধারাবাহিক সাফল্য পেয়েছেন নীরজ। গত মরসুমে সেরার সেরা খেতাব জিতেছিলেন। এই মরসুমের শুরুতেই দোহা পর্বে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু এতদিন ব়্যাঙ্কিংয়ের খাতায় সেরা ছিলেন না। তাও অর্জন করে ফেললেন। ১৪৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নীরজ। ভারতীয় অ্যাথলিটের থেকে ২২ পয়েন্ট পিছনে রয়েছেন গ্রানাডার বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স (১৪৩৩ পয়েন্ট)। ১৪১৬ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ের খাতায় তিনে রয়েছেন চেক প্রজাতন্ত্রের জেকব ওয়াডলেচক। নীরজ যে তাঁর অন্য দুই প্রতিদ্বন্দ্বী থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে, তাতে সন্দেহ নেই। তবে নীরজ আগামী টুর্নামেন্টগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। গত বছরই ব়্যাঙ্কিংয়ের খাতায় দু’নম্বরে উঠে পড়েছিলেন নীরজ।

এই মরসুমটা চেনা ছন্দেই শুরু করেছেন নীরজ। দোহায় ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন ভারতীয় তারকা। এ বার ৪ জুন নেদারল্যান্ডসের একটি টুর্নামেন্টে নামবেন তিনি। সেপ্টেম্বরে এশিয়ান গেমস। আগামী বছর অলিম্পিক। প্যারিস গেমসের দিকে তাকিয়েই নিজের প্রস্তুতি সারছেন নীরজ। টোকিওতে যা করেছেন, সেটাই আরও একবার করে দেখাতে চাইছেন ২৫ বছরের তারকা। তবে নিজেকে ধারাবাহিক ভাবে ছন্দে রাখাটা যে কঠিন কাজ, সেটা ভালোই বুঝতে পারছেন নীরজ। যে কারণে ট্রেনিংয়ে আরও বেশি করে মন ঢেলেছেন বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার।

Next Article