Hockey : মাটির বাড়িতে দিনযাপন, হাল ছাড়েননি; যার প্রতিদান পেয়েছেন জুনিয়র হকি ক্যাপ্টেন উত্তম

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 15, 2023 | 8:00 AM

Uttam Singh, Junior Hockey Asia Cup : উত্তরপ্রদেশের করমপুর জেলায় উত্তমের বেড়ে ওঠা। ছেলেবেলা থেকেই উত্তমের ধ্যানজ্ঞান হকি। যে কারণে পরবর্তীতে তিনি লুধিয়ানা হকি অ্যাকাডেমিতে অনুশীলনের জন্য চলে যান। তাঁর নেতৃত্বেই জুনিয়র হকি এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

Hockey : মাটির বাড়িতে দিনযাপন, হাল ছাড়েননি; যার প্রতিদান পেয়েছেন জুনিয়র হকি ক্যাপ্টেন উত্তম
মাটির বাড়িতে দিনযাপন, হাল ছাড়েননি; যার প্রতিদান পেয়েছেন জুনিয়র হকি ক্যাপ্টেন উত্তম
Image Credit source: Twitter

Follow Us

নয়াদল্লি : অনেকে চওড়া কপাল নিয়ে জন্মান। কেউ কেউ আবার এমনও থাকেন যাঁরা নিজেদের ভাগ্য নিজেরাই বদলান। তেমনই একজন হলেন জুনিয়র হকি এশিয়া কাপে (Asia Cup Hockey) ভারতকে জেতানো অধিনায়ক উত্তম সিং (Uttam Singh)। এক সময় মাটির বাড়িতে দিনযাপন করতেন। কিন্তু হাল ছাড়েননি। তিনি জানতেন, এই হকিই তাঁকে সব কিছু দেবে। কঠোর পরিশ্রম করে গিয়েছেন। তাঁর প্রতিদান পেয়েছেন তিনি। উত্তরপ্রদেশের করমপুর জেলায় উত্তমের বেড়ে ওঠা। ছেলেবেলা থেকেই উত্তমের ধ্যানজ্ঞান হকি। যে কারণে পরবর্তীতে তিনি লুধিয়ানা হকি অ্যাকাডেমিতে অনুশীলনের জন্য চলে যান। তাঁর নেতৃত্বেই জুনিয়র হকি এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হকি ইন্ডিয়ার ‘হকি তে চর্চা’ নামের পডকাস্টে উত্তম নিজের জীবনের সংগ্রামের কাহিনি তুলে ধরেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

জুনিয়র হকি এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন বানানো ক্যাপ্টেন উত্তম সিং বলেন, ‘২০১৯ সাল অবধি আমি ও আমার পরিবার মাটির বাড়িতে থাকতাম। আমি হস্টেল যাওয়ার আগে একটা সাধারণ জীবনযাপন করতাম। আমি ভাগ্যবান ছিলাম যে, হস্টেল রুমে আমি ফ্যান ও কুলার পেয়েছিলাম। কিন্তু আমার মা বাবা এই সব সুবিধা ছাড়াই রাতের পর রাত কাটিয়েছে। আমি চাইতাম হকিতে উন্নতি করে তাঁদের কষ্ট মেটাতে। আমি আশাবাদী ছিলাম হকি আমার ভাগ্য বদলে দিতে পারবে।’

এক সময় ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় উত্তম হতাশ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘এক দশক হকি খেলেও যখন জুনিয়র দলে সুযোগ পাচ্ছিলাম না তখন আমার মনে হয়েছিল হকিতে লেগে থেকে আমি ভুল করেছি। তবে আমার মা-বাবার কথা বার বার মনে পড়ত এবং আমি ভাবতাম পরের ন্যাশানালে ভালো পারফর্ম করার চেষ্টা করব।’

২০১৯ সালে ভারতের জুনিয়র হকি দলে অবশেষে ডাক পান উত্তম। এরপর তিনি নিজেকে বুঝিয়েছিলেন, এই শুরু এরপর তিনি ভারতের জয়ে অবদান রাখার চেষ্টা করবেন। সুলতান অব জহর কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তম। তারপর জুনিয়র হকি এশিয়া কাপের মিশন পূর্ণ করে ফেলেছেন উত্তম সিং। এ বার তাঁর সামনে লক্ষ্য জুনিয়র হকি বিশ্বকাপ। যা হবে কুয়ালা লামপুরে, চলতি বছরের ৫-১৬ ডিসেম্বর।

Next Article