Noah Lyles : ২০০ মিটার স্প্রিন্টে সোনার হ্যাটট্রিক, বোল্টকে ছুঁলেন নোয়া লাইলস

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 26, 2023 | 10:52 AM

বিশ্বের গুটিকয় স্প্রিন্টারের ২০০ মিটারে 'ডবল' খেতাব রয়েছে। নোয়া লাইলস হলেন সেই তালিকার পঞ্চম দৌড়বিদ।

Noah Lyles : ২০০ মিটার স্প্রিন্টে সোনার হ্যাটট্রিক, বোল্টকে ছুঁলেন নোয়া লাইলস

Follow Us

বুদাপেস্ট : ২০০ মিটার স্প্রিন্টে বিরল ‘ডবল’ কীর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলসের (Noah Lyles)। ১০০ মিটারের নয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তবে নোয়ার প্রিয় ইভেন্ট ২০০ মিটার। উসেইন বোল্ট অবসর নেওয়ার পর এই ইভেন্টে একচ্ছত্র আধিপত্য মার্কিন স্প্রিন্টারের। বিরল ডবল কীর্তি গড়তেই মূলত বুদাপেস্টে অংশ নেওয়া তাঁর। পরপর তিন বার ২০০ মিটারে সোনা জয়ের হ্যাটট্রিক গড়লেন তিনি। বিশ্বের গুটিকয় স্প্রিন্টারের ২০০ মিটারে ‘ডবল’ খেতাব রয়েছে। নোয়া লাইলস হলেন সেই তালিকার পঞ্চম দৌড়বিদ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship 2023) ভারতীয় সময় শুক্রবার রাতে ১৯.৫২ সেকেন্ডে প্রিয় ইভেন্ট শেষ করেন তিনি। ০.২৩ সেকেন্ড পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটন (১৯.৭৫ সেকেন্ড)। বৎসোয়ানার লেতসিল টোবাগো শেষ করেছিলেন তৃতীয় স্থানে। তাঁর সময় লেগেছে ১৯.৮১ সেকেন্ড।

১০০ মিটার ও ২০০ মিটার উভয়েই বিশ্ব চ্যাম্পয়ন এখন নোয়া লাইলস। তাঁর আগে পুরুষদের ২০০ মিটারে সর্বশেষ ‘ডবল’ কীর্তি গড়েছিলেন উসেইন বোল্ট। তাঁর পরের স্থান লাইলসের। এর পাশাপাশি পুরুষ ও মহিলা স্প্রিন্টারদের মধ্যে প্রথম অ্যাথলিট হিসেবে স্প্রিন্ট ডাবল জিতেছেন তিনি। ২০১৫ সালে ১০০ ও ২০০ মিটারে ডাবল জেতেন বিশ্বের সর্বকালের সেরা স্প্রিন্টার বোল্ট।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলে মোট তিনবার জিতেছেন বোল্ট। ২০০৯, ২০১৩ ও ২০১৫ সালে ট্রিপল জেতেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে শেষবার ট্রিপল গড়েছিলেন মরিস গ্রিন। এবার লাইলসের সামনে ইতিহাস ফেরানোর সুযোগ।

Next Article