World Athletics Championships 2023 : বোল্টকে ছোঁয়ার স্বপ্ন, বিশ্বের নয়া দ্রুততম মানব নোয়া

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 21, 2023 | 1:19 PM

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনার পদক জিতেছেন নোয়া। এই দূরত্ব অতিক্রম করতে তাঁর সময় লেগেছে ৯.৮৩ সেকেন্ড।

World Athletics Championships 2023 : বোল্টকে ছোঁয়ার স্বপ্ন, বিশ্বের নয়া দ্রুততম মানব নোয়া

Follow Us

বুদাপেস্ট : বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্টের ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ড রয়েছে। বিশ্বের দ্রুততম মানবকে ছোঁয়ার সাধ্যি কার? তাঁর রেকর্ড ছুঁতে না পারলেও বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships 2023) বিশ্ব পেল এক নয়া ‘উসেইন বোল্ট’কে। তিনি আমেরিকার স্প্রিন্টার নোয়া লাইলস (Noah Lyles)। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনার পদক জিতেছেন নোয়া। এই দূরত্ব অতিক্রম করতে তাঁর সময় লেগেছে ৯.৮৩ সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী দক্ষিণ আফ্রিকার দেশ বৎসোয়ানার লেটসাইল তেবোগো। ৯.৮৮ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে রুপো পেয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক পেয়েছেন ব্রিটেনের দৌড়বিদ জার্নেল হিউজ। হাঙ্গেরির বুদাপেস্টে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

অথচ নোয়া লাইলসের পছন্দের ইভেন্ট ২০০ মিটার। এই ইভেন্টে উসেইন বোল্টকে ছোঁয়ার উদ্দেশে বিশ্ব অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপে অংশ নেওয়া মার্কিন স্প্রিন্টারের। ২০০ মিটারে বোল্টের হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে। বিশ্বের দ্বিতীয় পুরুষ স্প্রিন্টার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে হ্যাটট্রিকের স্বপ্ন নোয়ার চোখেমুখে। সেটি করতে গিয়ে ১০০ মিটারেও বিশ্বের দ্রুততম মানব হয়ে গেলেন তিনি। এই ইভেন্টে ফেভারিট ছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রেড কার্লি। তবে কার্লি ফাইনালে উঠতে পারেননি।

কিছুদিন আগে টুইটারে নোয়া লেখেন, ১০০ মিটার ৯.৬৫ সেকেন্ডে সম্পূর্ণ করতে পারবেন তিনি। তাঁর পোস্টে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বিশ্ব অ্যাথিলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে সোনা জিতে তাঁদের মুখ বন্ধ করেছেন নোয়া। টুইটারে তিনি লেখেন, “ওরা তোমার সমালোচনা করবে, তোমাকে পাগল বলবে এমনকী মজা করতেও ছাড়বে না। তোমার নিজের উপর ভরসা কতটা সেটাই আসল।”

Next Article
Novak Djokovic : উইম্বলডনের বদলা! আলকারাজকে হারিয়ে সিনসিনাটি জয় জোকারের
Novak Djokovic: নাদালকে মনে পড়িয়ে দিচ্ছেন আলকারাজ, কে বললেন এমন কথা?