মেলবোর্ন: আগামী বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেন (Australian Open) খেলতে হলে নোভাক জকোভিচ (Novak Djokovic) সহ সব প্লেয়ারকেই প্রতিষেধক (vaccine) নিতে হবে। টুর্নামেন্টের চিফ ক্রেগ টাইলির মন্তব্য ঘিরে ফের শুরু হয়েছে জলঘোলা। জোকার সহ বেশ কয়েক জন প্লেয়ার করোনা ভ্যাকসিন নিয়েছেন কিনা, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জকোভিচরা কখনওই এ নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি।
জোকার অবশ্য এখনও জানাতে নারাজ তিনি প্রতিষেধক নিয়েছেন কিনা। টেনিস অস্ট্রেলিয়া স্বাস্থ্যবিধি নিয়ে নতুন কী সিদ্ধান্ত নিচ্ছে, সে দিকে তাকিয়ে আছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
ক্রেগ বলেছেন, ‘প্রতিষেধক নেওয়া নিয়ে প্রচুর চাপানউতোড় রয়েছে। এ নিয়ে এ বার সংশয় দূর করার সময় এসেছে। একটা ব্যাপার পরিষ্কার করে দিতে চাই, অস্ট্রেলিয়ান ওপেন খেলতে হলে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। নোভাক বলেছে, ও ভ্যাকসিন নিয়েছে কিনা, সেটা ওর ব্যক্তিগত বিষয়। ওকে মেলবোর্ন পার্কে খেলতে দেখতে চাই। আর সেটার জন্য কিন্তু ওকে ভ্যাকসিন নিতেই হবে।’
অস্ট্রেলিয়ায় (Australia) ঢুকতে হলে প্লেয়ারদের জন্য অন্য নিয়মও আছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেই দিয়েছেন, প্রতিষেধক যাঁরা নেননি, তাঁরাও দেশে ঢুকতে পারেন, সে ক্ষেত্রে তাঁদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। ক্রেগের কথা মতো, প্রায় ৮০ শতাংশ প্লেয়ার প্রতিষেধক নিয়ে নিয়েছেন। বাকি ২০ শতাংশকে এ বার প্রতিষেধক নিতে হবে। যদি নেওয়া থাকে, উপযুক্ত তথ্য দিয়ে তা জানাতে হবে।