US Open 2021: জকোভিচ আর ক্যালেন্ডার স্লামের মাঝে দূরত্ব এক ম্যাচ
ক্যালেন্ডার স্লাম জয়ের জন্য মেদভেদেভকে (Daniil Medvedev) হারাতে হবে জকোভিচকে (Novak Djokovic)।
নিউ ইয়র্ক: ইউএস ওপেনের (US Open) ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। ফ্লাশিং মিডোয় বিশ্বের এক নম্বর টেনিস তারকা জকোভিচ সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভকে (Alexander Zverev) হারিয়ে ক্যালেন্ডার স্লামের কাছাকাছি পৌঁছে গেলেন। জার্মানির জেরেভকে ৪-৬, ৬-২, ৬-৪, ৪-৬, ৬-২ ফলাফলে হারান জোকার।
প্রথম সেটে পিছিয়ে থেকে শুরু করেও, পাঁচ সেটের লড়াইয়ে জেরেভকে হারিয়ে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধ নিলেন জকোভিচ। প্রথম সেটে জেরেভের কাছে ৪-৬ ব্যবধানে হারার পর দ্বিতীয় ও তৃতীয় সেটে দুরন্ত ভাবে ম্যাচে ফিরে আসেন নোভাক। তবে চতুর্থ সেটে ৬-৪ ব্যবধানে জেতেন জার্মানির জেরেভ। তবে পঞ্চম সেটে আবার ৬-২ ব্যবধানে জেরেভকে হারিয়ে ইউএস ফাইনালের টিকিট পাকা করে নেন জোকার।
Legend status pic.twitter.com/M5gSwOB5Ee
— US Open Tennis (@usopen) September 11, 2021
ইউএস ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভের (Daniil Medvedev) মুখে নামবেন নোভাক জকোভিচ। চলতি বছরে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন ট্রফি নিজের ঝুলিতে ভরেছেন জোকোভিচ। এ বার শুধু ইউএস ওপেনের ট্রফি হাতে নেওয়ার পালা। ফ্লাশিং মিডোয় জিততে পারলেই একই বছরে সব কটি গ্র্যান্ড স্লামের মালিক হবেন জকোভিচ। পাশাপাশি ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গিয়ে কিংবদন্তি রজার ফেডেরারের রেকর্ডও স্পর্শ করলেন জোকার। এই নিয়ে কেরিয়ারের ৩১তম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন জকোভিচ।
Novak Djokovic ties Roger Federer's record with his 3️⃣1️⃣st Grand Slam final. pic.twitter.com/pMe34rqUxn
— US Open Tennis (@usopen) September 11, 2021
চলতি ইউএস ওপেনের অপর এক সেমিফাইনালে কানাডার ফেলিক্স আগুয়ার-আলিয়াসিমের বিরুদ্ধে জিতেছেন দানিল মেদভেদেভ। বিশ্বের দুই নম্বর টেনিস তারকা প্রথম সেট ৬-৪ ফলাফলে জেতেন। দ্বিতীয় সেটেও ৭-৫ ব্যবধানে জেতেন রাশিয়ান টেনিস তারকা। ম্যাচের তৃতীয় সেটে ৬-২ ফলাফলে জিতে ফাইনালে পৌঁছে গেলেন মেদভেদেভ।
আরও পড়ুন: US Open 2021: ‘অল টিনএজ’ ফাইনালে মুখোমুখি এমা-লায়লা