Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচকে হলুদ কার্ড! কেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 19, 2023 | 12:15 AM

গত বারের খারাপ স্মৃতি পিছনে ফেলে আবার মেলবোর্ন পার্কে নেমে পড়েছেন জোকার। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর।

Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচকে হলুদ কার্ড! কেন?
অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচকে হলুদ কার্ড! কেন?
Image Credit source: Twitter

Follow Us

মেলবোর্ন: সারা বিশ্বে তাঁর সবচেয়ে অস্বস্তিকর জায়গার নাম কী? এই প্রশ্নের মুখে পড়লে ওই তারকার আগেই তাঁর ভক্তরা বলে দেবেন, কেন, মেলবোর্ন! গত বছর অস্ট্রেলিয়া ওপেন খেলতে গিয়ে যে বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে, সারা কেরিয়ারে আর কখনও পড়েননি। কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন। কিন্তু ওই দেশ থেকেই তাঁকে বের করে দেওয়া হয়। নোভাক জকোভিচকে (Novak Djokovic) নিয়ে তখন দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল বিশ্ব। কেউ তাঁর পক্ষে, কেউ তাঁর বিপক্ষে। গত বারের খারাপ স্মৃতি পিছনে ফেলে আবার মেলবোর্ন পার্কে নেমে পড়েছেন জোকার। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) এখন মূল আকর্ষণ, সেরা তারকা বলতে তিনিই। তবু, জোকারকে নিয়ে আলোচনা থামছে না। কোন নতুন বিতর্কে পড়লেন জকোভিচ, তুলে ধরল TV9 Bangla

রড লেভার এরিনায় প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে নেমে স্পেনের রবের্তো কার্বালেস বিয়েনাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন। নাদালের ২৩টা গ্র্যান্ড স্লাম জেতার দারুণ সুযোগ তাঁর সামনে। শুরু থেকেই ছন্দে রয়েছেন জোকার। কিন্তু বিতর্ক? তাও রয়েছে তাঁকে ঘিরে। তখন প্রথম সেট চলছিল। ৩-২ এগিয়ে ছিলেন জকোভিচ। প্রথম সেট দখলে নেওয়ার জন্য মরিয়া ছিলেন প্রতিপক্ষ স্প্যানিশ প্লেয়ার। ঠিক তখনই ঘটে যায় অন্য রকম ঘটনা। হঠাৎ কোর্ট থেকে ছুটে চলে যান বাথরুমে। যে কোনও টেনিস ম্যাচে বিতরি নেওয়া যায়। চোট বা অন্য কারণে তা মেলে। কিন্তু ওই বিরতির জন্য নিতে হয় আম্পায়ারের অনুমতি। জোকার অবশ্য বাথরুমে খুব বেশি সময় নষ্ট করেননি। মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে কোর্টে ফিরেছিলেন। কিন্তু ওই বাথরুমে যাওয়ার জন্য তিনি নেন আম্পায়ারের অনুমতি। জোকার অবশ্য কোর্টে ফিরেই আম্পায়ার অঔরেলির টোর্টের কাছে তাঁর অপারগতার কথা তুলে ধরেছিলেন।

জোকার নিজের তোয়ালে হাতে বাথরুমের দিকে ছুট লাগাতেই ঘটে গিয়েছিল অন্য ঘটনা। আম্পায়ার অঔরেলি ওয়াকিটকিতে সুপারভাইজ়ারকে জানিয়ে দিয়েছিলেন, যদি সময়ে কোর্টে না ফেরেন জোকার, তা হলে সময় নষ্টের জন্য সতর্কতার মুখ পড়তে হবে তাঁকে। কার্যত হলুদ কার্ড দেখিয়েই এ বার ছেড়ে দেওয়া হয়েছে জোকারকে। আম্পায়ারকে না জানিয়ে আবার বাথরুমে ছুটলে কিন্তু বড় বিপদে পড়বেন সার্বিয়ান তারকা।

Next Article