Novak Djokovic vs Casper Ruud : তেইশে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে ২৩-র লক্ষ্যে নামছেন নোভাক

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 11, 2023 | 10:00 AM

French Open 2023 Men's Singles Final Preview : ফাইনালে নোভাকের প্রতিপক্ষ ক্যাসপার রুড। এই ম্যাচ নিয়ে বলছেন, ‘আমি আন্ডারডগ হিসেবেই নামছি। মুখে হাসি রেখে ভালো একটা ম্যাচ খেলার চেষ্টা করব। নোভাক ২৩ তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নামবে, আমি প্রথম। দু-জনেই সর্বস্ব দিয়ে খেলব।’

Novak Djokovic vs Casper Ruud : তেইশে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে ২৩-র লক্ষ্যে নামছেন নোভাক
Image Credit source: AFP FILE

Follow Us

প্যারিস : রেকর্ড ৩৪ বার গ্র্যান্ড স্লাম ফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জকোভিচ। এ বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। ফরাসি ওপেনের ফাইনালে তাঁর প্রতিপক্ষ গত বারের রানার্স ক্যাসপার রুড। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক। ফরাসি ওপেন জিতলেই রেকর্ড। পুরুষদের টেনিসে সর্বাধিক ২২টি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন কিংবদন্তি রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ। মরসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলে একক ভাবে শীর্ষে জায়গা করে নেবেন সার্বিয়ান তারকা। তেইশে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে ২৩-র লক্ষ্য নোভাকের। শনিবার প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজকে হারিয়েছেন নোভাক। দ্বিতীয় সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ক্যাসপার রুড। ফরাসি ওপেন পুরুষদের সিঙ্গলস ফাইনাল প্রিভিউ TV9Bangla Sports-এ।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে নোভাক। আর একটা জয় থেকে দূরে। মনসংযোগ হারাচ্ছেন না নোভাক। ফাইনাল নিশ্চিত হওয়ার পরই বলেন, ‘সমস্ত সাফল্য নিয়ে গর্বিত। তবে আমি মুহূর্তে থাকতে পছন্দ করি। কাজ এখনও শেষ হয়নি। আরও একটা ম্যাচ জিততে হবে।’ তাঁর ফর্ম, গত কয়েক মাসের পারফরম্যান্স বিশ্লেষণ করলে বলা যায় আরও একটা গ্র্যান্ড স্লাম সময়ের অপেক্ষা। নোভাক এতটা এগিয়ে ভাবছেন না। বলছেন, ‘আরও একটা গ্র্যান্ড স্লাম জেতার জায়গায় রয়েছি। তবে আগে থেকে বেশি কিছু ভাবতে চাই না। এত দিনের সমস্ত সাফল্য, পারফরম্যান্স বিচার করেও বলছি, আরও একটা ম্যাচ জিততেই হবে।’

টানা দ্বিতীয় বার ফরাসি ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন ক্যাসপার রুড। সব মিলিয়ে তৃতীয় বার গ্র্যান্ড স্লাম ফাইনালে। যদিও মেজর টাইটেল এখনও জেতেননি। তিন বারই রানার্স রুড। ফাইনালে নোভাক জকোভিচের মতো প্লেয়ার। নরওয়ের টেনিস তারকা রুড বলছেন, ‘রোলাঁ গারোয় ফাইনালে উঠব ভেবে আসিনি। একটা ম্যাচ ধরে এগোচ্ছিলাম। দেখা যাক কোথায় পৌঁছতে পারি। হতেই পারে তৃতীয় ফাইনাল আমার জন্য স্পেশাল হয়ে দাঁড়াল!’ গত বার নাদালের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এ বার সামনে জোকার। রুডের কথায়, ‘খুবই কঠিন ম্যাচ হতে চলেছে। গত বার রাফার বিরুদ্ধে ছিল। এ বার সামনে নোভাক। কীই বা বলা যায়! টেনিস ইতিহাসে সবচেয়ে কঠিন দুই প্রতিপক্ষ। আমি আন্ডারডগ হিসেবেই নামছি। মুখে হাসি রেখে ভালো একটা ম্যাচ খেলার চেষ্টা করব। নোভাক ২৩তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নামবে, আমি প্রথম। দু-জনেই সর্বস্ব দিয়ে খেলব।’

Next Article