প্যারিস : যেমনটা প্রত্যাশা ছিল, ঠিক যেন তেমনই। আরও একটা গ্র্যান্ড স্লাম দখলে নিলেন সার্বিয়ান তারকা। কিংবদন্তি রজার ফেডেরার, স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে গ্র্যান্ড স্লাম সংখ্যায় ছাপিয়ে গেলেন নোভাক জকোভিচ। টেনিসে নতুন ইতিহাস। পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম এখন নোভাক জকোভিচের দখলে। মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ছুঁয়েছিলেন রজার ফেডেরার, রাফায়েল নাদালদের। মরসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফরাসি ওপেন জিতে ছাপিয়ে গেলেন। ২৩টি মেজর ট্রফি নিয়ে তালিকায় শীর্ষে নোভাক। ফরাসি ওপেনের ফাইনালে গত বারের রানার্স নরওয়ের ক্যাসপার রুডকে হারালেন ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫’র স্ট্রেট সেটে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে নোভাক জকোভিচ বনাম ক্যাসপার রুড ফাইনাল ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।
প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নেমেছিলেন নরওয়ের ক্যাসপার রুড। আগের দিনই জানিয়েছিলেন, আন্ডারডগ হিসেবেই নামছেন। গত বার ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদালের কাছে হেরে রানার্স হয়েছিলেন ক্যাসপার রুড। এ বার নোভাকের বিরুদ্ধে দুটো সেটে মরিয়া লড়াইয়েও স্ট্রেট সেটে হার। ফাইনাল রুদ্ধশ্বাস হবে এমনটাই প্রত্যাশিত। প্রথম সেটই টাইব্রেকারে যাওয়ায় আকর্ষণ বেড়েছিল। শেষ অবধি টাইব্রেকারে প্রথম সেট ৭-৬ (৭-১) ব্যবধানে জেতেন নোভাক। দ্বিতীয় সেটে তেমন লড়াই না হলেও তৃতীয় সেটে সমানে সমানে। জয়ের হাসি নোভাকেরই। পুরুষদের টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে ২৩টি গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস। মরসুমের এখনও দুটো গ্র্যান্ড স্লাম বাকি।
Many congrats on this amazing achievement @DjokerNole
23 is a number that just a few years back was imposible to think about, and you made it!
Enjoy it with your family and team! ??— Rafa Nadal (@RafaelNadal) June 11, 2023
ম্যাচ শেষে ইতিহাস গড়ার আবেগে ভাসলেন নোভাক জকোভিচ। চ্যাম্পিয়ন হতেই দৌঁড়লেন স্ট্যান্ডে। কন্যাকে কোলে তুলে নিলেন নোভাক। এর চেয়ে সেরা মুহূর্ত আর কী হতে পারে! পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে ফের কোর্টে। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। কৃতজ্ঞতা জানালেন। যাঁদের ছাপিয়ে এই ইতিহাস, বর্তমান প্রজন্মের সেরা ত্রয়ীর অন্যতম রাফায়েল নাদাল শুভেচ্ছা জানিয়েছেন নোভাক জকোভিচকে। সোশ্যাল মিডিয়ায় নোভাককে মেনশন করে বার্তা দিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।