Novak Djokovic: মেলবোর্নের নোভাক রাজা; ২২তম গ্র্যান্ড স্লাম জয়, অস্ট্রেলিয়ায় ১০

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 29, 2023 | 5:48 PM

হ্যামস্ট্রিংয়ের চোটও তাঁর ২২তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে বাধা হল না। ধরে ফেললেন রাফায়েল নাদালকে। নাদাল-জোকার এখন ২২-২২।

Novak Djokovic: মেলবোর্নের নোভাক রাজা; ২২তম গ্র্যান্ড স্লাম জয়, অস্ট্রেলিয়ায় ১০
Image Credit source: Twitter

Follow Us

মেলবোর্ন: চ্যাম্পিয়নরা বরাবরই প্রত্যাবর্তনের গল্প লিখতে ভালোবাসেন। নোভাক জকোভিচের মতো টেনিস তারকারা সেই গল্প লেখেন জম্পেশ করে। ২০২২ সালের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সেদেশে গিয়েও। ভ্যাকসিনেটেড না হওয়ায় কোর্টে নামার অনুমতি পাননি। ফিরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। বছর ঘুরতেই পরিস্থিতি বদলে গিয়েছে। নোভাক জকোভিচ (Novak Djokovic) ফিরেছেন মেলবোর্নে। অপমান ভুলে ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) নিজেকে নিংড়ে দিলেন। হ্যামস্ট্রিংয়ের চোটও তাঁর ২২তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে বাধা হল না। ধরে ফেললেন রাফায়েল নাদালকে। নাদাল-জোকার এখন ২২-২২। পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়। প্রতিপক্ষ গ্রিসের স্তেফানোস সিসিপাসকে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) সেটে হারিয়ে অস্ট্রেলিয়ায় দশম গ্র্যান্ড স্লাম জিতে নিলেন। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-য়।

গ্রিক টেনিস তারকা সিসিপাসের বিরুদ্ধে গ্র্যান্ড স্লামের ফাইনাল। সিসিপাসকে বর্তমান প্রজন্মের অন্যতম সেরা টেনিস তারকা বলে গণ্য করা হয়। তাই জয় যে সহজে আসবে না তা ভালোমতোই জানতেন জকোভিচ। প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেতে মরিয়া সিসিপাসের বিরুদ্ধে প্রথম সেট অবশ্য সহজেই উতরে দেন সার্বিয়ান টেনিস তারকা। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই। সেকেন্ড সেটের ফয়সালা হয় টাইব্রেকারে। যেখানে সিসিপাসকে দাঁড়াতেই দেননি নোভাক। তৃতীয় তথা ম্যাচ নির্ধারণী সেটের ফয়সালা হল টাইব্রেকারে। রুদ্ধশ্বাস লড়াই শেষের হাসি ফুটল নোভাকের মুখে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)।

২০০৮ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর্ব শুরু হয়েছে জোকারের। দেড় শতক ধরে মেলবোর্নে ১০বার গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়লেন। চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে সংখ্যার মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন। ২০০৮ সালের পর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২৩।

গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দের পাশাপাশি জকোভিচ অনুরাগীদের এখন জোড়া খুশি। সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের সংখ্যায় রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলেছেন। একইসঙ্গে ব়্য়াঙ্কিংয়ে এক নম্বর স্থান ফিরে পেয়েছেন। মাঝে কয়েকটি গ্র্যান্ড স্লাম খেলতে না পারায় এক নম্বর আসন খুইয়েছিলেন। স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারেজ এটিপি ক্রমতালিকার একনম্বরে উঠে এসেছিলেন। আলকারেজ চোটের জন্য খেলতে পারেননি। চোট নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোর্ট ছেড়েছিলেন রাফায়েল নাদাল। চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলার পর ব়্যাঙ্কিংয়েও সিংহাসনে প্রত্যাবর্তন করলেন।

Next Article