জ্যাভলিন (Javelin) সম্পর্কে ভারতীয়দের ধারণা জন্মেছে নীরজ চোপড়ার (Neeraj Chopra) মাধ্যমে। পানিপতের ছেলে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)
দেশে তো বটেই, বিদেশেও ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়াকে নিয়ে আলোচনা চলে। নীরজের সাফল্যের ঝুলিও নজরকাড়া। অলিম্পিকে সোনা জয়ের পাশাপাশি রয়েছে ডায়মন্ড লিগ খেতাব, বিশ্ব মিটে সোনাও। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো (Javelin Throw) করে যেমন তাঁর ভক্তদের মন জয় করে নেন, তেমনই তাঁর স্টাইল স্টেটমেন্টেও মুগ্ধ তরুণীরা। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)
বছরের বেশিরভাগ সময়টাই বিদেশের মাটিতে অনুশীলন করেন নীরজ চোপড়া। শীতের দেশেও ট্রেনিং করেন তিনি। সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নীরজের খুব একটা সমস্যা হয় না। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)
চলতি ডিসেম্বরের ৫ তারিখ থেকে পচেস্ট্রুমে অনুশীলন করছেন নীরজ চোপড়া। সেখান থেকে তাঁর নতুন বছরে তুর্কি যাওয়ার কথা। নীরজের পাখির চোখ প্যারিস অলিম্পিক। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)
বিদেশের মাটিতে অনুশীলনের ফাঁকে নিজেকে গরম রাখার উপায় খুঁজে পেয়েছেন নীরজ চোপড়া। সম্প্রতি আমেরিকার জনপ্রিয় ব্র্যান্ড টমি হিলফিগারের উইন্টার কালেকশনের বিজ্ঞাপনে দেখা গিয়েছে নীরজ চোপড়াকে। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)
ভারতের জ্যাভলিন তারকা নীরজ নিজেই সে কথা জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। নীরজ একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। তাতে এ বার যুক্ত হল আমেরিকার এই জনপ্রিয় ব্র্যান্ডটিও। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী নীরজ চোপড়ার মোট সম্পত্তির পরিমাণ ৩৭ কোটি টাকা। তিনি প্রতি মাসে প্রায় ৩০ লক্ষ টাকা রোজগার করেন। তাঁর বাৎসরিক আয় প্রায় ৪ কোটির কাছাকাছি। বিভিন্ন লাক্সারি গাড়ি ও বাইকও রয়েছে নীরজের। (ছবি-নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়া সাইট X)