Ravi Dahiya: ট্রায়াল থেকে ছিটকে গেলেন অলিম্পিকে পদকজয়ী রবি দাহিয়া, যাওয়া হচ্ছে না এশিয়ান গেমসে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 23, 2023 | 3:50 PM

Asian Games 2023: এ বারের এশিয়ান গেমসে যেতে পারবেন না অলিম্পিকে পদকজয়ী ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া (Ravi Dahiya)। ট্রায়ালে হেরে গিয়েছেন রবি।

Ravi Dahiya: ট্রায়াল থেকে ছিটকে গেলেন অলিম্পিকে পদকজয়ী রবি দাহিয়া, যাওয়া হচ্ছে না এশিয়ান গেমসে
Ravi Dahiya: ট্রায়াল থেকে ছিটকে গেলেন অলিম্পিকে পদকজয়ী রবি দাহিয়া, যাওয়া হচ্ছে না এশিয়ান গেমসে

Follow Us

নয়াদিল্লি: এশিয়ান গেমসের (Asian Games 2023) ট্রায়ালে হেরে গেলেন টোকিও অলিম্পিকে রুপো পাওয়া ভারতীয় কুস্তিগির রবি দাহিয়া (Ravi Dahiya)। আজ, রবিবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এশিয়ান গেমসের ট্রায়ালে পুরুষদের ৫৭ কেজি বিভাগে নেমেছিলেন রবি দাহিয়া। সেখানে মহারাষ্ট্রের অতীশ টডকরের কাছে হেরে গিয়েছেন রবি দাহিয়া। তাই এ বারের এশিয়ান গেমসে তাঁর আর অংশগ্রহণের সুযোগ রইল না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।


রবি দাহিয়ার দক্ষতা ও সহনশীলতার কারণে তাঁকে প্রায়শই ‘মেশিন’ বলে উল্লেখ করা হয়। কিন্তু আজ, ২৩ জুলাই তিনি মহারাষ্ট্রের অতীশ টডকরের সামনে দাঁড়াতেই পারেননি। শেষ অবধি ২০-৮ ব্যবধানে অলিম্পিকে রুপো পাওয়া রবি দাহিয়াকে হারিয়ে দেন মহারাষ্ট্রের কুস্তিগির অতীশ।

২০২২ সালে টোকিও অলিম্পিকে রুপো এবং বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনাজয়ী রবি দাহিয়া চলতি বছরে ডান পায়ের লিগামেন্টের চোটের কারণে কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। এ বার আসন্ন এশিয়ান গেমসে তাঁকে লড়াই করতে দেখার অপেক্ষায় ছিলেন অনেকই। কিন্তু ট্রায়াল থেকে তিনি ছিটকে যাওয়ায় তা হচ্ছে না।

মাত্র ১০ বছর বয়স থেকে রবি দাহিয়া দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে সতপাল সিংয়ের অধীনে অনুশীলন করেন। তাঁর বাবা একজন কৃষক। কুস্তিগিরদের বিশেষ ডায়েট মেনে চলতে হয়। তাই এক দশকেরও বেশি সময় ধরে রবির বাবা তাঁর জন্য গ্রাম থেকে দিল্লির স্টেডিয়ামে প্রতিদিন ৩৯ কিলোমিটার সফর করে তাজা দুধ, ফল নিয়ে আসেন।

টোকিও অলিম্পিকে রুপো পাওয়ার পর রবি দাহিয়া জানিয়েছিলেন, প্যারিস অলিম্পিকে তিনি সোনা জয়ের লক্ষ্যে নামবেন। কিন্তু চোট সারিয়ে তাঁর ম্যাটে ফেরার পথটা খুব মসৃণ হচ্ছে না। তাতে এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ছিটকে যাওয়া রবিকে আরও ধাক্কা দিল। এ বার দেখার ফের রবি কবে চেনা ছন্দে ফেরেন।

 

Next Article