Pankaj Advani: দোহাতে কেরিয়ারের ২৪তম বিশ্ব খেতাব পঙ্কজ আডবানির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 22, 2021 | 9:33 PM

দোহায় অনুষ্ঠিত হওয়া আইবিএসএফ ৬ স্নুকার বিশ্বকাপের ফাইনালে (IBSF 6-Red Snooker World Cup) পাক-প্রতিপক্ষ বাবর মাসিহকে (Babar Masih) হারিয়ে চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ।

Pankaj Advani: দোহাতে কেরিয়ারের ২৪তম বিশ্ব খেতাব পঙ্কজ আডবানির
Pankaj Advani: দোহাতে কেরিয়ারের ২৪তম বিশ্ব খেতাব পঙ্কজ আডবানির (সৌজন্যে-আইবিএসএফ টুইটার)

Follow Us

দোহা: ভারতীয় কিউইস্ট পঙ্কজ আডবানি (Pankaj Advani) দোহাতে কেরিয়ারের ২৪তম বিশ্ব খেতাব অর্জন করলেন। দোহায় অনুষ্ঠিত হওয়া আইবিএসএফ ৬ স্নুকার বিশ্বকাপের ফাইনালে (IBSF 6-Red Snooker World Cup) পাক-প্রতিপক্ষ বাবর মাসিহকে (Babar Masih) হারিয়ে চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ।

ফাইনালে বাবরের বিরুদ্ধে প্রথম ফ্রেমে ৪২-১৩ পয়েন্টের ব্যবধানে জেতেন পঙ্কজ। কিন্তু দ্বিতীয় ফ্রেমে দুরন্ত কামব্যাক করেন বাবর। দ্বিতীয় ফ্রেমের ফল বাবরের পক্ষে ৩৮-১৪। তৃতীয় ফ্রেমে পঙ্কজ একটি ফাউল করেন। কিন্তু পরপর দুটি ফ্রেমে জিতে গিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যান ভারতীয় কিউইস্ট। পঞ্চম ফ্রেমে ফের বাবর ফিরে আসেন। কিন্তু তারপর আরও তিনটি ফ্রেম জিতে নিয়ে ৬-২ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু লড়াই ছাড়েননি বাবর। পিছিয়ে থেকেও সেই পরিস্থিতিতে টানা তিনটি ফ্রেম জিতে ৬-৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান। কিন্তু শেষ ফ্রেমে ৩৫ ব্রেক পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ।

১৫ দিনের মধ্যে কাতারে এশিয়ান স্নুকার ও ৬-রেড স্নুকার বিশ্বকাপ এই দুটি আন্তর্জাতিক খেতাব জিতেছেন পঙ্কজ। ২৪তম বিশ্ব খেতাব জেতার পর পঙ্কজ বলেন, “মনে হচ্ছে আমি একটি স্বপ্নের মধ্যে রয়েছি। এত দিন টেবিল থেকে দূরে থাকার পর, এই দুটো খেতাব জিতে আমি আশ্বস্ত হয়েছি যে আমার ক্ষুধা এবং প্রতিযোগিতামূলক দক্ষতা এখনও কমেনি।”

তিনি আরও বলেন, “দুটো খেতাব জেতার কারণে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। কারণ আমি জানি যে আমার দেশে ফিরে আসার পর এখনও অনেক কাজ বাকি রয়েছে।”

Next Article