Thomas Cup Final 2022: থমাস কাপে ইতিহাস গড়া ভারতকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন প্রধানমন্ত্রী মোদী থেকে সাইনা-বিরাটরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 15, 2022 | 5:06 PM

তাবড় তাবড় প্রতিপক্ষদের উড়িয়ে দিয়ে ফাইনালে নেমেছিল ভারত। শুরু থেকেই লক্ষ্য ছিল ফাইনালে হার নয়, চাই জয়। থমাস কাপের ফাইনালে টাইয়ের পর পর তিনটি ম্যাচ দাপটের সঙ্গে লক্ষ্যরা জেতায় শেষের দুটি ম্যাচ আর হয়নি।

Thomas Cup Final 2022: থমাস কাপে ইতিহাস গড়া ভারতকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন প্রধানমন্ত্রী মোদী থেকে সাইনা-বিরাটরা
Thomas Cup Final 2022: থমাস কাপে ইতিহাস গড়া ভারতকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন প্রধানমন্ত্রী মোদী থেকে সাইনা-বিরাটরা
Image Credit source: BAI Media Twitter

Follow Us

ব্যাংকক: বাঁধনভাঙা উচ্ছ্বাসে মেতেছেন লক্ষ্য সেন-কিদাম্বি শ্রীকান্তরা। আর প্রণয়রা উচ্ছ্বাসে মাতোয়ারা হবেন নাই বা কেন! আজ তো তাঁদেরই দিন। ৭৩ বছরের খরা কাটিয়ে প্রথম বার থমাস কাপের (Thomas Cup) ফাইনালে উঠেই দেশকে সোনা দেওয়াটা কত বড় গর্বের তা বেশ টের পাচ্ছেন সাত্বিক-চিরাগরা। থমাস কাপের ফাইনাল ম্যাচ শুরুর আগে পরিসংখ্যানগত দিক থেকে এগিয়ে ছিল ভারতের (India) প্রতিপক্ষ ইন্দোনেশিয়াই (Indonesia)। কিন্তু ভারতের লক্ষ্য, শ্রীকান্তরা যেন নিজেদের ছাপিয়ে যাওয়ার জন্যই ফাইনালে নেমেছিলেন। যে কারণে ১৪ বার থমাস কাপ চ্যাম্পিয়ন হওয়া ইন্দোনেশিয়াকে ৩-০ উড়িয়ে দিল ভারতীয় দল। এর পর স্বাভাবিকভাবেই শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসছেন ভারতীয় শাটলাররা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়াল, ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালরা ভারতের এই বিশেষ জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

তাবড় তাবড় প্রতিপক্ষদের উড়িয়ে দিয়ে ফাইনালে নেমেছিল ভারত। শুরু থেকেই লক্ষ্য ছিল ফাইনালে হার নয়, চাই জয়। থমাস কাপের ফাইনালে টাইয়ের পর পর তিনটি ম্যাচ দাপটের সঙ্গে লক্ষ্যরা জেতায় শেষের দুটি ম্যাচ আর হয়নি। লক্ষ্য সেন, সাত্বিক-চিরাগ ও কিদাম্বি শ্রীকান্তের হাত ধরে ফাইনাল থেকে সোনা জিতল ভারত।

প্রথম বার ভারত থমাস কাপ জেতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা —

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শুভেচ্ছাবার্তা —

থমাস কাপ চ্যাম্পিয়ন ভারতকে ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের শুভেচ্ছাবার্তা —

থমাস কাপজয়ী ভারতীয় দলকে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির শুভেচ্ছাবার্তা —

প্রথম বার থমাস কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলকে কী বার্তা দিলেন ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়াল?

টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় ভারোত্তলন মীরাবাঈ চানু শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের শুভেচ্ছাবার্তা থমাস কাপজয়ী ভারতীয় দলকে —

ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের শুভেচ্ছাবার্তা —

আরও পড়ুন: Thomas Cup Final 2022: কোন পথে থমাস কাপের ফাইনালে পৌঁছল ভারত?

আরও পড়ুন: Thomas Cup Final 2022: কোন পথে থমাস কাপের ফাইনালে পৌঁছল ভারত?

Next Article