রক্তিম ঘোষ
কলকাতাঃ অলিম্পিকের বাজারে সব কেমন গুলিয়ে যাচ্ছে। কোনটা অলিম্পিক, কোনটা অন্য টুর্নামেন্ট-সব কেমন গুলিয়ে যাচ্ছে। ১দিন আগেই অলিম্পিকে পদক জিতে নজর কেড়েছেন মীরাবাঈ চানু। আর রবিবার বেলা বাড়তেই হঠাৎই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ পোর্টালে ঘুরতে শুরু করল আরও একটা খবর। এবার সোনা এল কুস্তিতে। সোনা জিতলেন প্রিয়া মালিক। সেখান থেকেই ছুটির রবিতে শুরু বিভ্রান্তি চরম। অলিম্পিকে আবার সোনা নাকি? বেলা বাড়তেই বেরিয়ে এল টুর্নামেন্টের নাম। না, প্রিয়া সোনা জিতেছেন ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে। রবিবার তো তাহলে দারুন জমে গেল। হোক না অলিম্পিকে না। তো কি! এখানে আরও একটা বিভ্রান্তি। যেটা আপনাদের জানাচ্ছে TV9 বাংলা।
প্রিয়া মালিক কুস্তির বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৭৩ কেজি বিভাগে। না তিনি রবিবার জেতেননি। তিনি জিতেছেন শুক্রবার। ২ দিন আগে। ৪৮ ঘন্টা পর নাচানাচি শুরু হল ভারতে। শুধু কি আমজনতা? মন্ত্রী, আমলারাও তো ট্যুইটে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। আর তার থেকেই বেরিয়ে এল ক্রিকেট বাদে ভারতের বাকি খেলাধূলায় তীব্র অনীহার এক করুণ ছবি। প্রিয়া মালিক সোনা জিতেছেন পরশু দিন। চানুর অলিম্পিকের পদক জয়ের আগে। কেউ জানতেও পারেননি। ২ দিন পর সেই খবর চাউর হতেই প্রথমে টুর্নামেন্ট নিয়ে বিভ্রান্তি। তারপর দিন নিয়ে বিভ্রান্তি। অলিম্পিক হলে বিশ্বের সব প্রতিযোগিতা যে বন্ধ থাকে না, সেটা ভারতীয়রা ভুলেই গিয়েছেন। হয়ত জানেনও না। তাই তো আমজনতার দেরিতে ঘুম ভাঙার সঙ্গে দেশের মন্ত্রী, আমলারাও আড়মোড়া ভাঙলেন ৪৮ ঘন্টা পর।
ভাবছেন প্রমাণ কি, যে প্রিয়া মালিক ৪৮ ঘন্টা আগে সোনা জিতেছেন? নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন প্রিয়া মালিক ফাইনালে হারিয়েছেন বেলারুশের কুস্তিগীর সেনিয়া পাতাপোভিচকে। ৫-০ ব্যবধানে। তাহলে এই খবরের সঙ্গে লিঙ্ক দেওয়া রয়েছে কুস্তির অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও লিঙ্ক। তারিখটাও দেখে নিতে পারেন।
আশা করি এবার বিশ্বাস হল, যে ঘুমটা ভারতের ভেঙেছে ৪৮ ঘন্টা পর। তবে আরও একটা খবর দিই । শুধুমাত্র প্রিয়া মালিক নন, এই টুর্নামেন্টে আরও দুই ভারতীয় মহিলা কুস্তিগীর জিতেছেন সোনা। ৪৬ কেজিতে সোনা জিতেছেন কোমল । ৪৩ কেজিতে সোনা জিতেছেন তনু।অর্থাৎ মোট তিনজন ভারতীয় মহিলা কুস্তিগীর সোনা জিতেছেন এই টুর্নামেন্টে।
আরও একটা তথ্য দিলে অবাক হবেন। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ৬টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। বাকি ৩টি জিতেছেন পুরুষ কুস্তিগীররা। তাছাড়া রুপো এবং ব্রোঞ্জ তো রয়েইছে। প্রসঙ্গত, বলে রাখা ভাল, এই টুর্নামেন্টে একসময় সোনা জিতেছিলেন সুশীল কুমারের মত কুস্তিগীরও। যিনি আজ বিতর্কের কেন্দ্রে। এত খোঁজ খবর নিশ্চয়ই আপনার কাছে ছিল না।
এই প্রসঙ্গেই কথা হচ্ছিল ভারতীয় কুস্তি সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসিত সাহার সঙ্গে। তিনিও আজ বার কয়েক বিভিন্নমহল থেকে শুভেচ্ছার ফোন পেয়েছেন। কেউ কেউ তো অলিম্পিকে কুস্তিতে সোনা জয়ের জন্যই ফোন করে বসলেন। বিরক্ত অসিত সাহা TV9 বাংলাকে বলছিলেন, “তা হলেই বুঝুন কি অবস্থা আমাদের কুস্তির। কেউ কোনও খবরই রাখেনা এই খেলার। অথচ এই খেলাটাই গত ৩টি অলিম্পিকে টানান পদক দিচ্ছে অলিম্পিকে। কি আর বলব! ”
অসিতবাবুর মত কর্তাদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। সাফল্য এলেও মনে রাখা হয়না। আর সব টুর্নামেন্টকে গুলিয়ে ফেলা হয় অলিম্পিকের সঙ্গে। প্রতিবেদন শেষ করার আগে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। ২দিন বিশ্রামের পর আজ গ্রেকো রোমান প্রতিযোগিতায় নেমেছেন প্রিয়া মালিক। এখন লড়াই করছেন…
রক্তিম ঘোষ
কলকাতাঃ অলিম্পিকের বাজারে সব কেমন গুলিয়ে যাচ্ছে। কোনটা অলিম্পিক, কোনটা অন্য টুর্নামেন্ট-সব কেমন গুলিয়ে যাচ্ছে। ১দিন আগেই অলিম্পিকে পদক জিতে নজর কেড়েছেন মীরাবাঈ চানু। আর রবিবার বেলা বাড়তেই হঠাৎই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ পোর্টালে ঘুরতে শুরু করল আরও একটা খবর। এবার সোনা এল কুস্তিতে। সোনা জিতলেন প্রিয়া মালিক। সেখান থেকেই ছুটির রবিতে শুরু বিভ্রান্তি চরম। অলিম্পিকে আবার সোনা নাকি? বেলা বাড়তেই বেরিয়ে এল টুর্নামেন্টের নাম। না, প্রিয়া সোনা জিতেছেন ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে। রবিবার তো তাহলে দারুন জমে গেল। হোক না অলিম্পিকে না। তো কি! এখানে আরও একটা বিভ্রান্তি। যেটা আপনাদের জানাচ্ছে TV9 বাংলা।
প্রিয়া মালিক কুস্তির বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৭৩ কেজি বিভাগে। না তিনি রবিবার জেতেননি। তিনি জিতেছেন শুক্রবার। ২ দিন আগে। ৪৮ ঘন্টা পর নাচানাচি শুরু হল ভারতে। শুধু কি আমজনতা? মন্ত্রী, আমলারাও তো ট্যুইটে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। আর তার থেকেই বেরিয়ে এল ক্রিকেট বাদে ভারতের বাকি খেলাধূলায় তীব্র অনীহার এক করুণ ছবি। প্রিয়া মালিক সোনা জিতেছেন পরশু দিন। চানুর অলিম্পিকের পদক জয়ের আগে। কেউ জানতেও পারেননি। ২ দিন পর সেই খবর চাউর হতেই প্রথমে টুর্নামেন্ট নিয়ে বিভ্রান্তি। তারপর দিন নিয়ে বিভ্রান্তি। অলিম্পিক হলে বিশ্বের সব প্রতিযোগিতা যে বন্ধ থাকে না, সেটা ভারতীয়রা ভুলেই গিয়েছেন। হয়ত জানেনও না। তাই তো আমজনতার দেরিতে ঘুম ভাঙার সঙ্গে দেশের মন্ত্রী, আমলারাও আড়মোড়া ভাঙলেন ৪৮ ঘন্টা পর।
ভাবছেন প্রমাণ কি, যে প্রিয়া মালিক ৪৮ ঘন্টা আগে সোনা জিতেছেন? নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন প্রিয়া মালিক ফাইনালে হারিয়েছেন বেলারুশের কুস্তিগীর সেনিয়া পাতাপোভিচকে। ৫-০ ব্যবধানে। তাহলে এই খবরের সঙ্গে লিঙ্ক দেওয়া রয়েছে কুস্তির অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও লিঙ্ক। তারিখটাও দেখে নিতে পারেন।
আশা করি এবার বিশ্বাস হল, যে ঘুমটা ভারতের ভেঙেছে ৪৮ ঘন্টা পর। তবে আরও একটা খবর দিই । শুধুমাত্র প্রিয়া মালিক নন, এই টুর্নামেন্টে আরও দুই ভারতীয় মহিলা কুস্তিগীর জিতেছেন সোনা। ৪৬ কেজিতে সোনা জিতেছেন কোমল । ৪৩ কেজিতে সোনা জিতেছেন তনু।অর্থাৎ মোট তিনজন ভারতীয় মহিলা কুস্তিগীর সোনা জিতেছেন এই টুর্নামেন্টে।
আরও একটা তথ্য দিলে অবাক হবেন। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ৬টি সোনা এসেছে ভারতের ঝুলিতে। বাকি ৩টি জিতেছেন পুরুষ কুস্তিগীররা। তাছাড়া রুপো এবং ব্রোঞ্জ তো রয়েইছে। প্রসঙ্গত, বলে রাখা ভাল, এই টুর্নামেন্টে একসময় সোনা জিতেছিলেন সুশীল কুমারের মত কুস্তিগীরও। যিনি আজ বিতর্কের কেন্দ্রে। এত খোঁজ খবর নিশ্চয়ই আপনার কাছে ছিল না।
এই প্রসঙ্গেই কথা হচ্ছিল ভারতীয় কুস্তি সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অসিত সাহার সঙ্গে। তিনিও আজ বার কয়েক বিভিন্নমহল থেকে শুভেচ্ছার ফোন পেয়েছেন। কেউ কেউ তো অলিম্পিকে কুস্তিতে সোনা জয়ের জন্যই ফোন করে বসলেন। বিরক্ত অসিত সাহা TV9 বাংলাকে বলছিলেন, “তা হলেই বুঝুন কি অবস্থা আমাদের কুস্তির। কেউ কোনও খবরই রাখেনা এই খেলার। অথচ এই খেলাটাই গত ৩টি অলিম্পিকে টানান পদক দিচ্ছে অলিম্পিকে। কি আর বলব! ”
অসিতবাবুর মত কর্তাদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। সাফল্য এলেও মনে রাখা হয়না। আর সব টুর্নামেন্টকে গুলিয়ে ফেলা হয় অলিম্পিকের সঙ্গে। প্রতিবেদন শেষ করার আগে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। ২দিন বিশ্রামের পর আজ গ্রেকো রোমান প্রতিযোগিতায় নেমেছেন প্রিয়া মালিক। এখন লড়াই করছেন…