PV Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে পিভি সিন্ধু

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 04, 2021 | 4:47 PM

BWF World Tour Finals: বছরের শেষ টুর্নামেন্টে খেতাব মুঠোয় করতে মরিয়া ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)।

PV Sindhu: বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালে পিভি সিন্ধু
স্লোভাকিয়ার মার্টিনা রেপিস্কাকে কার্যত উড়িয়ে দিলেন সিন্ধু। (ছবি-টুইটার)

Follow Us

বালি: বছরের শেষ টুর্নামেন্টে খেতাব মুঠোয় করতে মরিয়া ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব ট্যুর ফাইনালসের (World Tour Finals) ফাইনালে উঠলেন সিন্ধু। টুর্নামেন্টের সেমিফাইনালে (Semi-final) জাপানি তারকা শাটলার অ্যাকনে ইয়ামাগুচিকে (Akane Yamaguchi) হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন দু’বারের অলিম্পিকজয়ী সিন্ধু।

ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে ৭০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিন্ধুর মুঠোয় জয় এসেছে। খেলার ফল ২১-১৫, ১৫-২১, ২১-১৯ সিন্ধুর পক্ষে। প্রথম গেমে ২১-১৫ জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ইয়ামাগুচি। তবে তৃতীয় গেমের দিকে ম্যাচ এগোতেই সিন্ধু আগ্রাসী হয়ে ওঠেন। পাল্টা লড়াই চালিয়ে যান জাপানি শাটলার। তবে শেষ পর্যন্ত ২১-১৯ তৃতীয় গেম জিতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু।

একমাত্র ভারতীয় শাটলার হিসেবে ২০১৮ সালে এই টুর্নামেন্টের খেতাব জিতেছিলেন পিভি সিন্ধু। দ্বিতীয় বার সেই সুযোগ সিন্ধুর সামনে। এ বার শুধু ফাইনালের লড়াই। এ বার খেতাব আর সিন্ধুর সামনে শুধু রয়েছে দক্ষিণ কোরিয়ার আন সে-ইয়ং (An Se-Young)। সেমিফাইনালের অপর ম্যাচে পর্নপায়ুই চোচুওংয়কে (Pornpawee Chochuwong) হারিয়ে খেতাবের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন ১৯ বছর বয়সী দঃ কোরিয়ান শাটলার।

Next Article