বালি: ইন্দোনেশিয়া মাস্টার্সে (Indonesia Masters) বেশ ভালো ছন্দেই রয়েছেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। একের পর ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন। আজ শুক্রবার মহিলাদের সিঙ্গলসের সেমিতে সিন্ধুর পৌঁছনোর পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে এইচএস প্রণয়কে (HS Prannoy) হারিয়ে শেষ চারের টিকিট পাকা করলেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)।
কোয়ার্টার ফাইনালে (Quarter Final) মাত্র ৩৫ মিনিটেই বাজিমাত করেন দু’বারের অলিম্পিকজয়ী সিন্ধু। তুরস্কের নেসলিহান ইগিটকে (Neslihan Yigit) ২১-১৩, ২১-১০ ফলাফলে হারান সিন্ধু। এ বার টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের তারকা শাটলার সিন্ধু মুখোমুখি হবেন জাপানি তারকা শাটলার অ্যাকনে ইয়ামাগুচি (Akane Yamaguchi) বা থাইল্যান্ডের পর্নপায়ুই চোচুওংয়ের (Pornpawee Chochuwong)।
?????? ?
Reigning world champion @Pvsindhu1 books her spot in the last 4 of #IndonesiaMasters2021 after comfortably defeating Neslihan Yigit of ?? 21-13, 21-10 in the quarter finals ?#IndiaontheRise#badminton pic.twitter.com/yImoZud1Mv
— BAI Media (@BAI_Media) November 19, 2021
অন্যদিকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ২০১৪ সালের ইন্দোনেশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ন প্রণয়ের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর প্লেয়ার কিদাম্বি শ্রীকান্ত। দুই ভারতীয় শাটলারের দ্বৈরথে ৩৯ মিনিটের মাথায় ম্যাচ বের করে নিয়ে যান শ্রীকান্ত। ম্যাচের ফলাফল ২১-৭, ২১-১৮।
INTO THE SEMIS ?
Continuing his good run at #IndonesiaMasters2021 MS shuttler @srikidambi stormed into the SF after getting the better of compatriot @PRANNOYHSPRI 21-7, 21-18 in an All ?? quarter finals ?
Way to go! ??#IndiaontheRise#Badminton pic.twitter.com/RoX6OHT3iG
— BAI Media (@BAI_Media) November 19, 2021
প্রথম সেটে বড় ব্যবধানে পিছিয়ে গিয়ে দ্বিতীয় সেটে কামব্যাক করার দুরন্ত চেষ্টা করেন প্রণয়। কিন্তু এক চুল জমি ছাড়তে নারাজ ছিলেন শ্রীকান্ত। টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাভুত ভিটিদসর্ন (Kunlavut Vitidsarn) কিংবা ইন্দোনেশিয়া মাস্টার্সের তৃতীয় বাছাই ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনের (Anders Antonsen) বিরুদ্ধে খেলবেন শ্রীকান্ত।