Singapore Open 2022: লক্ষ্মীবারে সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টারে উঠলেন সিন্ধু-সাইনা-প্রণয়রা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 14, 2022 | 2:15 PM

মেয়েদের সিঙ্গলসে সিন্ধু-সাইনা কোয়ার্টার ফাইনালের ওঠার পাশাপাশি, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টারে উঠেছেন এইচ এস প্রণয়ও।

Singapore Open 2022: লক্ষ্মীবারে সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টারে উঠলেন সিন্ধু-সাইনা-প্রণয়রা
Singapore Open 2022: লক্ষ্মীবারে সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টারে উঠলেন সিন্ধু-সাইনা-প্রণয়রা

Follow Us

সিঙ্গাপুর: সিঙ্গাপুর ওপেনে (Singapore Open) লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ ভারতের। চলতি সিঙ্গাপুর ওপেনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে জিতলেন অলিম্পিকে দু’বারের পদকজয়ী পিভি সিন্ধু (PV Sindhu) এবং লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া সাইনা নেহওয়ালও (Saina Nehwal)। চলতি বছরে এই নিয়ে প্রথম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন সাইনা। বছরের শুরু থেকেই ফিটনেস নিয়ে সমস্যায় ভুগছিলেন সাইনা। তবে এখনও অবধি ইন্দোনেশিয়া ওপেন তাঁর জন্য পয়াই কাটল। মেয়েদের সিঙ্গলসে সিন্ধু-সাইনা কোয়ার্টার ফাইনালের ওঠার পাশাপাশি পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টারে উঠেছেন এইচ এস প্রণয়ও (HS Prannoy)

মেয়েদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভিয়েতনামের শাটলার থুই লিন নুয়েনের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান সিন্ধু। কিন্তু পরের দুটো গেমে লড়াই করে জিতলেন হায়দরাবাদী শাটলার। ম্যাচের ফল ১৯-২১, ২১-১৯, ২১-১৮ সিন্ধুর পক্ষে। ১ ঘণ্টা ৬ মিনিটের মধ্যে ৩ গেমের লড়াইয়ে জিতে টুর্নামেন্টের কোয়ার্টারে উঠলেন সিন্ধু। সিঙ্গাপুর ওপেনের তৃতীয় বাছাই সিন্ধু কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন চিনা শাটলার হান ইয়ের।

মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চিনের হি বিং জিয়াওয়ের মুখে নেমেছিলেন সাইনা। ৩ গেমের ম্যাচ চলে ৫৮ মিনিট অবধি। প্রথম গেমটা ২১-১৯ ব্যবধানে জেতেন সাইনা। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান চিনা শাটলার। দ্বিতীয় গেমে সাইনা হারেন ১১-২১ ব্যবধানে। কিন্তু এর পরের গেমটা ফের যায় সাইনার পক্ষে (২১-১৭)।


সিন্ধু-সাইনার পাশাপাশি সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টারে উঠেছেন ভারতের এইচ এস প্রণয়। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপেই চৌ তিয়েন চেনকে হারালেন বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা প্রণয়। প্রথম গেমে পিছিয়ে ছিলেন প্রণয়। শেষ অবধি ১ ঘণ্টা ৯ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফল ১৪-২১, ২২-২০, ২১-১৮ যায় প্রণয়ের পক্ষে।

সিন্ধু-সাইনা মেয়েদের সিঙ্গলসে জিতলেও ভারতের অশ্মিতা চালিহাকে হারতে হয়েছে চিনা শাটলার হান ইয়ের কাছে। মাত্র ২৫ মিনিটেই হান হারিয়েদেন অশ্মিতাকে। ১২ জুলাই শুরু হয়েছে সিঙ্গাপুর ওপেন। এই টুর্নামেন্ট চলবে ১৭ জুলাই অবধি।

 

Next Article