মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) শুরুর আগে শেষ সাতটি ম্যাচে ছয়টিতেই হার! আশঙ্কার দোলাচলে ভুগছিলেন রাফায়েল নাদালের সমর্থকরা। কিন্তু ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী খুব ভালোমতোই জানেন, মেজর টুর্নামেন্টে কীভাবে জ্বলে উঠতে হয়। সোমবার, ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের সূচনায় কোর্টে নামেন নাদাল (Rafael Nadal)। প্রতিপক্ষ ব্রিটেনের অবাছাই জ্যাক ড্র্যাপার (Jack Draper)। চার সেটের ম্যাচ ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ ব্যবধানে জিতলেন। দ্বিতীয় সেট হারলেও হাঁটুর বয়সী প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে বেশি বেগ পেতে হল না। একটি সেট হারলেও অভিজ্ঞতার জেরে সহজে ম্যাচ বের করে নিলেন। ম্যাচের বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
অবিশ্বাস্যভাবে ব়্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে আসছেন ব্রিটেনের ২১ বছরের টেনিস খেলোয়াড় জ্যাক ড্র্যাপার। ২১-এর তারুণ্যের সঙ্গে ৩৭-এর অভিজ্ঞতার লড়াই ছিল। ম্যাচের আগে প্রথম রাউন্ডের প্রতিপক্ষকে নিয়ে প্রশংসায় ভেসেছিলেন নাদাল। প্রথম ম্যাচটাই চ্যালেঞ্জ বলে মনে হচ্ছিল তাঁর। অবশ্য মেলবোর্ন পার্কে কোর্টে নামার পর পরিচিত ছন্দেই দেখা গেল নাদালকে। টেনিস বিশ্বের আগাম ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে ড্র্যাপারকে। তাঁর স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন স্প্যানিশ টেনিস মায়োস্ত্রো। প্রথম সেট জিতে যান ৭-৫ ব্যবধানে। মেলবোর্নের দর্শকদের চমকে দিয়ে দ্বিতীয় সেটে রাফাকে উড়িয়ে দেন জ্যাক। ২৩তম গ্র্যান্ড স্লামজয়ী ক্যামব্যাকের গল্পটা ভালোমতোই লিখতে জানেন। তৃতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন। চতুর্থ তথা ফাইনাল সেটে জ্যাককে দাঁড়াতেই দেননি। ৬-১ ব্যবধানে চতুর্থ সেট জিতে নিয়ে পরের রাউন্ডে পা রাখলেন নাদাল। পায়ের চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গিয়েছেন কার্লোস আলকারেজ। এটিপি ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা আলকারেজের অনুপস্থিতিতে প্রতিযোগিতার শীর্ষ বাছাই এখন নাদাল।
গতবছরের অক্টোবর মাসে পুত্র সন্তানের বাবা হয়েছেন নাদাল। ইতিমধ্যেই বিখ্যাত বাবার সঙ্গে টেনিস ট্যুরে বেরিয়ে পড়েছে একরত্তি। সাড়ে তিন মাসের রাফা জুনিয়রকে নিয়েই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসেছেন নাদাল। প্রথম রাউন্ডে জয়ের পর সঞ্চালকের প্রশ্ন ছিল, নতুন ভূমিকায় নিজেকে কেমন লাগছে? হাসিমুখে নাদালের উত্তর, “পৃথিবীর অন্যতম সুন্দর বিষয়গুলির মধ্যে একটি।” দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।