Adelaide International :একজন ৪১, অন্যজন ২৭ বছরের, জিতল অ্যাডিলেড ইন্টারন্যাশানাল

এই নিয়ে ২০বার এটিপি ডাবলস খেতাব জিতলেন বোপান্না। প্রথমবার এই খেতাব জয়ের স্বাদ পেলেন রামকুমার।

Adelaide International :একজন ৪১, অন্যজন ২৭ বছরের, জিতল অ্যাডিলেড ইন্টারন্যাশানাল
অ্যাডিলেড ইন্টারন্য়াশানাল চ্যাম্পিয়ন বোপান্না-রামানাথন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2022 | 1:51 PM

অ্যাডিলেডঃ এটিপি ট্যুরের(ATP TOUR) জন্য প্রথমবার জুটি বেঁধেছিলেন দুজনে। আর সোমবার এই নতুন জুটি চ্যাম্পিয়ন হল অ্যাডিলেড ইন্টারন্যাশানাল টুর্নামেন্ট। ভারতীয় টেনিসে কি এবার নতুন সেনসেশন হতে চলেছে বোপান্না(ROHAN BOPANNA)-রামানাথন (RAMKUMAR RAMANATHAN)জুটি। আলোচনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় টেনিসমহলে।

রবিবার অ্যাডিলেডে ডডিজ- মার্সেলো মেলো জুটির মত বিশ্বের অন্যতম সেরা টেনিস জুটির মুখোমুখি হয়েছিল বোপান্না-রামানাথন জুটি। শীর্ষবাছাইয়ের বিরুদ্ধে লড়লেন জবরদস্ত লড়াই। শীর্ষবাছাই জুটিকে একেবারে স্ট্রেট সেটে উড়িয়ে ভারতীয় টেনিসে নতুন ইতিহাস রচনা করল এই নবীনতম জুটি। বোপান্না-রামানাথনদের পক্ষে খেলার ফল ৭-৬ (৬), ৬-১। দ্বিতীয় গেমের ফলেই স্পষ্ট, কতটা একপেশে হয়েছে লড়াই। তাবড় প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি।

১ ঘন্টা ২১ মিনিটের লড়াইয়ে বোপান্নার গুরুত্বপূর্ণ সময়ে চোখধাঁধানো রিটার্ন ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এদিন কোর্ট জুড়ে রামকুমারের অলরাউন্ডার পারফরম্য়ান্স ছিল নজরকাড়া। যার ফল আজকের খেতাব। এই নিয়ে ২০বার এটিপি ডাবলস খেতাব জিতলেন বোপান্না। প্রথমবার এই খেতাব জয়ের স্বাদ পেলেন রামকুমার। আসলে এই নিয়ে দ্বিতীয়বার যে এত বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার অভিজ্ঞতা হল। ২০১৮ সালে শেষবার হল অফ ফেম চ্যাম্পিয়নশিপে। প্রসঙ্গত, এর আগে দিবিজ শরণের সঙ্গে জুটি বেঁধে খেলতেন বোপান্না। আর এবার নতুন জুটি। সাফল্য যে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়, ম্যাচ শেষে তা বোপান্নাদের কথাতেই স্পষ্ট। এই জুটি আরও অনেক ম্যাচ খেলবে, ইঙ্গিত দিয়ে রাখলেন বোপান্না।

এই জয়ের ফলে দুজনেই ২৫০ করে RANKING পয়েন্ট পেল। পয়েন্ট বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তরুণ রামনাথন পেয়ে গেলেন প্রয়োজনীয় আত্মবিশ্বাস। যা কাজে লাগবে অস্ট্রেলিয়ান ওপেন কোয়ালিফায়ার্সে।

ভারতীয় টেনিস বহুদিন ধরেই নজরকাড়া জুটির অভাবে ভুগছিল। লি-হেশের পর ভারতীয় টেনিসে তেমন ভাল জুটি এল কই? রামানাথন-বোপান্নারা যা সাফল্য এনে দিলেন, তাতে নতুন করে স্বপ্ন দেখতেই পারে ভারতীয় টেনিস। দুজনের মধ্যে বয়সের ফারাক ১৪ বছর। বোপান্না ৪১ বছর বয়সী। রামানাথন ২৭য়ের। এই অসম বয়সী পার্টনারশীপের এই সাফল্য মুগ্ধ করছে টেনিসমহলকে।