Renata Voracova: চেক প্লেয়ার রেনাতা ভোরাকোভার ভিসা বাতিল অস্ট্রেলিয়ার
নোভাক জকোভিচের (Novak Djokovic) পর, এ বার আরও এক টেনিস প্লেয়ারের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া (Australia)।
মেলবোর্ন: নোভাক জকোভিচের (Novak Djokovic) পর, এ বার আরও এক টেনিস প্লেয়ারের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া (Australia)। ৩৮ বছর বয়সী চেক টেনিস প্লেয়ার রেনাতা ভোরাকোভার (Renata Voracova) ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ার সীমান্ত রক্ষীরা। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) অংশ নেওয়ার জন্য সে দেশে এসেছেন রেনাতা। ইতিমধ্যেই মেলবোর্নে একটি ওয়ার্মআপ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন রেনাতা। তবে জানা গিয়েছে, জোকার যে ইমিগ্রেশন হোটেলে রয়েছেন তাঁকেও সেই হোটেলেই নিয়ে যাওয়া হয়েছে।
জকোভিচের ভিসা বাতিল নিয়ে বিস্তর জলঘোলা চলছে। তার মধ্যে হঠাৎ এভাবে আরও এক টেনিস প্লেয়ারের ভিসা বাতিল করল অজি সরকার। এবিএফ কর্তারা রেনাতাকে জানিয়েছেন, তাঁকে তাড়াতাড়ি অস্ট্রেলিয়া ছেড়ে চলে যেতে হবে। বিশ্বের এক নম্বর টেনিস তারকার মতো তিনিও অজি সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন কিনা, তা জানা যায়নি।
তবে জকোভিচকে মেলবোর্ন বিমানবন্দরে আটক করে রাখা হয়েছিল। সেখানেই তাঁর ভিসা বাতিল করা হয়েছিল। কিন্তু রেনাতার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। তিনি টেনিস অস্ট্রেলিয়ার ভ্যাকসিনের ছাড়পত্র নিয়ে গত মাসে সে দেশে প্রবেশ করেছিলেন। এবং একটি টুর্নামেন্টে খেলেওছেন। তার পর হঠাৎ কেন তাঁর ভিসা বাতিল হচ্ছে? এ ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। তবে রেনাতা সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন। এবং সুস্থ হয়ে তারপর অনুমতি মিলতেই মেলবোর্নে পৌঁছেছিলেন।
বর্তমানে চেক কূটনীতিকরা প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং চেকের দূতাবাসের তরফ থেকে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করা হয়েছে। চেক ফরেন মিনিস্ট্রি এক বিবৃতিতে বলেছে, “আমরা নিশ্চিত করতে পারি যে চেক টেনিস প্লেয়ার রেনাতা ভোরাকোভা জোকোভিচের মতো একইভাবে আটকে আছেন এবং আরও বেশ কয়েকজন প্লেয়ারও সেখানে রয়েছেন।”
ওই বিবৃতিতে আরও বলা হয়, “আমরা ক্যানবেরায় আমাদের দূতাবাসের মাধ্যমে একটি প্রতিবাদ পত্র জমা দিয়েছি এবং সেখানকার বর্তমান পরিস্থিতির ব্যাপারে তথ্য চেয়েছি।” তবে প্রাগের সরকারের তরফ থেকে বলা হচ্ছে, অনুশীলন করার সম্ভাবনা খুবই কম হওয়ার জন্য রেনাতা টুর্নামেন্ট থেকে সরে যেতে পারেন। এবং অস্ট্রেলিয়া ছেড়ে চলে আসতে পারেন।
আরও পড়ুন: Novak Djokovic: এক নম্বর জায়গা খোয়াতে পারেন, জোকারকে নিয়ে নাটক অব্যহত
আরও পড়ুন: Novak Djokovic: সমর্থকদের ধন্যবাদ জানালেন বিতর্কের কেন্দ্রে থাকা জোকার
আরও পড়ুন: Novak Djokovic: ফরাসি সরকার দাঁড়াল পাশে, জোকারের জন্য প্রতিবাদ মিছিল