AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হুড়মুড়িয়ে পড়ছে সেনসেক্স, HMPV ধরা পড়তেই বড় ধাক্কা শেয়ার বাজারে

Sensex: সবথেকে বেশি ধাক্কা খেয়েছে যে সব সেক্টর, সেগুলি হল ধাতু, পিএসইউ ব্যাঙ্ক, রিয়েল এস্টেট, তেল, গ্যাস। ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ার পতন হয়েছে ৭ শতাংশ।

হুড়মুড়িয়ে পড়ছে সেনসেক্স, HMPV ধরা পড়তেই বড় ধাক্কা শেয়ার বাজারে
Image Credit: PTI
| Updated on: Jan 06, 2025 | 2:06 PM
Share

নয়া দিল্লি: ভারতে এইচএমপিভি ধরা পড়তেই বড় ধাক্কা শেয়ার বাজারে। সোমবার সপ্তাহের শুরুতেই হু হু করে পড়ল সেনসেক্স। পড়ল নিফটিও। এদিনই আইসিএমআর-এর তরফে দুজন HMPV (হিউম্যান মেটা নিউমো ভাইরাস) আক্রান্তের কথা জানানো হয়। দুই শিশুর শরীরে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে। তারপরই স্টক মার্কেটে বিনিয়োগকারীরা সাবধানে পা ফেলছেন।

এদিন একধাক্কায় সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্ট। ১ শতাংশেরও বেশি পড়ে গিয়েছে নিফটি। ১১০০ পয়েন্ট পড়ে সেনসেক্স পৌঁছেছে ৭৮,০৫৬-এ। নিফটি পড়ে পৌঁছেছে ২৩,৬০০-এ।

সবথেকে বেশি ধাক্কা খেয়েছে যে সব সেক্টর, সেগুলি হল ধাতু, পিএসইউ ব্যাঙ্ক, রিয়েল এস্টেট, তেল, গ্যাস। ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শেয়ার পতন হয়েছে ৭ শতাংশ। টাটা স্টিল, আদানি এনার্জি, ব্যাঙ্ক অব বরোদা, এইচপিসিএল, বিপিসিএল, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার পড়েছে ৪ থেকে ৫ শতাংশ। উল্লেখযোগ্যভাবে শেয়ার পতন হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের।

সোমবার আইসিএমআর-এর তরফ থেকে জানানো হয়েছে ভারতে দুই শিশু চিনা এই ভাইরাসে আক্রান্ত। একজন বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন, আর এক শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এরপরই শেয়ার বাজারে প্রভাব পড়তে শুরু করে। এই ভাইরাস ছড়িয়ে পড়লে, কোন কোন এলাকায়, রোজগারে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শুরু হয়েছে কাটাছেঁড়া।

মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে যেভাবে অর্থনীতিতে প্রভাব পড়েছিল, সে কথা মনে রেখেই বিনিয়োগকরীরা ঝুঁকি নিতে চাইছে না। নতুন করে বিনিয়োগের দিকে কেউ পা বাড়াচ্ছেন না। সেই কারণেই শেয়ার বাজারে ধস নেমেছে। পাশাপাশি যুদ্ধের মতো ভূ-রাজনৈতিক টানাপোড়েন তো রয়েইছে।