Novak Djokovic: এক নম্বর জায়গা খোয়াতে পারেন, জোকারকে নিয়ে নাটক অব্যহত
অস্ট্রেলিয়ায় ঢোকার ভিসা বাতিল হওয়া যতই রাজনৈতিক ইস্যু হয়ে যাক, জোকার তার থেকেও অনেক বড় সমস্যায় পড়তে পারেন। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ যদি না পান, তা হলে এক নম্বর জায়গা হারাতে হতে পারে তাঁকে।
সিডনি: নোভাক জকোভিচকে (Novak Djokovic) নিয়ে নাটক অব্যহত টেনিস দুনিয়ায়। এক দিকে তাঁর আইনজীবীরা দাবি করেছেন, গত ডিসেম্বরে করোনা সংক্রমিত হয়েছিলেন জোকার। আর সেই কারণে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ফেডেরাল কোর্টে ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন সার্বিয়ান টেনিস তারকা। সেখানেই প্রয়োজনীয় তথ্যও জমা করা হয়েছে। এতেই শেষ নয়, একটা ফাঁস হয়ে যাওয়া ভিডিওয় অস্ট্রেলিয়ান ওপেনের চেয়ারম্যান ক্রেগ টাইল বলেছেন, যতই তাঁদের দিকে অভিযোগ উঠুক, দুরন্ত কাজ করেছে তাঁর টিম।
অস্ট্রেলিয়ায় ঢোকার ভিসা বাতিল হওয়া যতই রাজনৈতিক ইস্যু হয়ে যাক, জোকার তার থেকেও অনেক বড় সমস্যায় পড়তে পারেন। অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ যদি না পান, তা হলে এক নম্বর জায়গা হারাতে হতে পারে তাঁকে। সে ক্ষেত্রে দু’নম্বর প্লেয়ার রাশিয়ান দানিল মেদভেদেভ উঠে আসবেন এক নম্বরে। জকোভিচ অবশ্য এ সব নিয়ে ভাবার জায়গায় নেই। যে ভাবে হোক অস্ট্রেলিয়ান ওপেনে নামার চেষ্টা করছেন তিনি। আর তাই ফেডেরাল আদালতে তাঁর আইনজীবীরা আবেদন করেছেন। সোমবার তার শুনানি।
আবেদনে জানানো হয়েছে, গত বছর ১৬ ডিসেম্বর পিসিআর টেস্টে করোনা পজিটিভ এসেছিল জোকারের। তার পরই প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছিল। সে কথা মাথায় রেখেই যেন তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত বদলানো হয়। সোমবার এ নিয়ে শুনানি হবে।
জোকারের ভিসা বদলের পর সবচেয়ে বড় বিতর্ক ছিল, সার্বিয়ান টেনিস তারকাকে বন্দি করে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। শুধু তাই নয়, কোথায় যে রাখা হয়েছে, তাও জানানো হয়নি জোকারের বাবা-মাকে। জকোভিচকে শেষ পর্যন্ত ডিটেনশন ক্যাম্প থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে তিনি প্র্যাক্টিস করতে পারেন।
জকোভিচের করোনা-বিতর্কে সবচেয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। টাইলির ফাঁস হওয়া একটা ভিডিও আরও বিতর্ক বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের চিফ বলেছেন, ‘আমাদের দিকে অনেকে আঙুল তুলছে। কিন্তু আমার টিম দারুণ কাজ করেছে।’ টাইলি যাই বলুন না কেন, বিতর্ক কিন্তু কমছে না। বরং বাড়ছে।
আরও পড়ুন: Novak Djokovic: সমর্থকদের ধন্যবাদ জানালেন বিতর্কের কেন্দ্রে থাকা জোকার