Novak Djokovic: ফরাসি সরকার দাঁড়াল পাশে, জোকারের জন্য প্রতিবাদ মিছিল
সব মিলিয়ে নোভাক জকোভিচ (Novak Djokovic) এখন আন্তর্জাতিক রাজনীতির জ্বলন্ত ইস্যু। জোকারের ভিসা বাতিল করে তীব্র সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার।
মেলবোর্ন: এক দিকে প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন ভক্তরা। অন্য দিকে, তীব্র বিতর্কের মধ্যে ঢুকে পড়ল ফরাসি সরকার (French Govt)। তারা জানিয়ে দিল, ফরাসি ওপেন (French Open) খেলতে পারবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। সব মিলিয়ে নোভাক জকোভিচ (Novak Djokovic) এখন আন্তর্জাতিক রাজনীতির জ্বলন্ত ইস্যু। জোকারের ভিসা বাতিল করে তীব্র সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলতে ডাক্তারদের ছাড়পত্র নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেছিলেন জকোভিচ। কিন্তু সীমান্ত রক্ষী বিভাগকে জোড়া ভ্যাকসিনের স্বপক্ষে পর্যাপ্ত তথ্য পেশ করতে পারেননি সার্বিয়ান টেনিস তারকা। সেই যুক্তিতেই বাতিল করে দেওয়া হয় তাঁর ভিসা। আর তার পরই বিশ্ব জুড়ে তীব্র বিতর্ক দেখা দেয়। শুক্রবার এর প্রতিবাদে মিছিল করলেন জোকারের ৫০জন ভক্ত।
সাসা অ্যালেক্সিচ নামের এক জোকার ভক্ত পরিষ্কার বলছেন, ‘আমরা প্রতিবাদে পা মিলিয়েছি, কারণ নোভাক আমাদের অনেক কিছু দিয়েছে। ওকে একটা অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এখন। যা একেবারেই মেনে নেওয়া যায় না।’
জোকারকে নিয়ে আবার ভাগ হয়ে গিয়েছে টেনিস দুনিয়া। রাফায়েল নাদালের মতো প্লেয়ার ঘুরিয়ে জোকারের সমালোচনা করেছেন। অন্তত একমাস আগে ভ্যাকসিন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। তা জানা সত্ত্বেও কেন প্রতিষেধক ছাড়া অস্ট্রেলিয়ায় পা দিয়েছেন জকোভিচ, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাফা। নিক কির্গিয়সের মতো তারকা কিন্তু বলছেন, ‘আমি ভ্যাকসিন নিয়েছি আমার পরিবার, মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে। কিন্তু নোভাককে যে পরিস্থিতির মুখে পড়তে হল, তা একেবারে মেনে নেওয়া যায় না। ও আমাদের টেনিসের গ্রেট চ্যাম্পিয়ন। কিন্তু ভুলে গেলে চলবে না, ও মানুষও।’
করোনার প্রতিষেধক নিন আর নাই নিন, ফরাসি ওপেন খেলতে কোনও সমস্যা হবে না জোকারের। জানিয়ে দিলেন ওই দেশের ক্রীড়ামন্ত্রী রোক্সানা মারাসিনেনু বলেছেন, ‘যে কোনও বড় টুর্নামেন্টের জন্য স্বাস্থ্যবিধি থাকেই। কিন্তু নোভাক জকোভিচের মতো প্লেয়ারকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে। অস্ট্রেলিয়ার মতো কঠোর করোনাবিধি আমাদের দেশে নেই। তাই যে কোনও বড় টুর্নামেন্টে যে কোনও অ্যাথলিট অংশ নিতে পারবে। কারণ, বায়ো বাবল সেই অ্যাথলিটদের কথা ভেবেই তৈরি করা হয়।’
আরও পড়ুন: Novak Djokovic: নোভাক জোকোভিচকে বন্দি করে রাখা হয়নি, দাবি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর