Novak Djokovic: নোভাক জোকোভিচকে বন্দি করে রাখা হয়নি, দাবি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে (Novak Djokovic) নাকি অস্ট্রেলিয়ায় (Australia) বন্দি রাখা হয়েছে। এমন দাবি করেছেন সার্বিয়ান টেনিস (Tennis) তারকার বাবা সর্জন জকোভিচ। কিন্তু অজি স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ জোকারের পরিবারকে পাল্টা জবাব দিয়েছেন।

Novak Djokovic: নোভাক জোকোভিচকে বন্দি করে রাখা হয়নি, দাবি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর
Novak Djokovic: নোভাক জোকোভিচকে বন্দি করে রাখা হয়নি, দাবি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2022 | 1:32 PM

মেলবোর্ন: বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচকে (Novak Djokovic) নাকি অস্ট্রেলিয়ায় (Australia) বন্দি রাখা হয়েছে। এমন দাবি করেছেন সার্বিয়ান টেনিস (Tennis) তারকার বাবা সর্জন জকোভিচ। কিন্তু অজি স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ জোকারের পরিবারকে এ বার পাল্টা জবাব দিয়েছেন। তিনি জানান, জকোভিচকে মোটেও অস্ট্রেলিয়ায় বন্দি করে রাখা হয়নি। তিনি যে কোনও মুহূর্তে, যে কোনও সময় এই দেশ ছেড়ে চলে যেতে পারেন।

সাংবাদিকদের অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ (Karen Andrews) বলেন, “জকোভিচকে অস্ট্রেলিয়ায় বন্দি রাখা হচ্ছে না। তিনি যে কোনও সময় যেটা করতে চান সেটা করতে পারেন। এবং সীমান্ত রক্ষীরা ব্যপারটা সহজ ভাবেই নেবে।”

করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া না থাকলে অস্ট্রেলিয়ায় বাইরের দেশের কোনও ব্যাক্তিকে সেদেশে ঢোকার অনুমতি দেওয়া হয় না। ডাক্তারদের দুটো মেডিক্যাল বোর্ডের অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার। কিন্তু ভ্যাকসিন সংক্রান্ত সঠিক তথ্য দিতে না পারায় অস্ট্রেলিয়া সীমান্ত রক্ষী ভিসা বাতিল করে দিয়েছে তাঁর। যা নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। ছেলের এই ঘটনার পর জোকারের বাবার পরিষ্কার মন্তব্য, ‘ওরা কার্যত বন্দি করে রেখেছে নোভাককে। ওকে অবরুদ্ধ রাখার পাশাপাশি পুরো সার্বিয়া এবং সার্বিয়ানদেরও আটক করেছে।’

জোকারের ভিসা অনুমোদনের জন্য ফেডেরাল সার্কিট কোর্টে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী। তাঁর পক্ষে উপযুক্ত প্রমাণ আদালতে জমা দিতে বলা হয়েছে। জকোভিচের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তিনি মেলবোর্নে অভিবাসন দপ্তরের থেকে ঠিক করা এক হোটেলে আছেন। ফেডেরাল সার্কিট কোর্টের বিচারপতি অ্যান্টনি কেলি জানান, জকোভিচের আবেদন এবং ভিসা বাতিল সংক্রান্ত ব্যাপারে শুনানি সোমবার অর্থাৎ ১০ জানুয়ারি অবধি স্থগিত রাখা হল।

জোকারকে নিয়ে কোনও রকম আপসে যে যাবে না অস্ট্রেলিয়া, তা পরিষ্কার করে দিয়েছিলেন অজি প্রধানমন্ত্রী স্কট বরিসন। বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ারের ভিসা বাতিলের পর মরিসন বলেছেন, ‘জকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। নিয়ম সব সময় নিয়ম। সীমান্তের ক্ষেত্রে সেটা আরও কড়া। আমাদের কঠোর সীমান্ত নীতির কারণেই কিন্তু করোনা নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। আর সেটা আমরা মেনে চলব।’

মরিসনকে পাল্টা জবাব দেওয়ার জন্য সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচও ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমাদের জকোভিচকে বলেছি, পুরো সার্বিয়া তোমার সঙ্গে আছে। বিশ্বের সেরা টেনিস প্লেয়ারকে কী ভাবে হেনস্তার শিকার হতে হল, সেটা কিন্তু আমরা দেখছি। এর নিষ্পত্তি চাই যত দ্রুত সম্ভব। আন্তর্জাতিক নিয়ম মেনে নোভাকের জন্য লড়াই করবে সার্বিয়া।’

আরও পড়ুন: Rafael Nadal on Novak Djokovic: ঘুরিয়ে জোকারের সমালোচনায় নাদাল

আরও পড়ুন: Novak Djokovic: রাজনীতির শিকার জোকার? জকেভিচের ভিসা বাতিল করে তীব্র প্রতিক্রিয়ার মুখে অস্ট্রেলিয়া

আরও পড়ুন: Australian Open 2022: জোকারের ভিসা বাতিল অস্ট্রেলিয়ার, আসরে সার্বিয়া সরকার