Novak Djokovic: রাজনীতির শিকার জোকার? জকেভিচের ভিসা বাতিল করে তীব্র প্রতিক্রিয়ার মুখে অস্ট্রেলিয়া
নোভাক জকোভিচকে (Novak Djokovic) নিয়ে তুমুল নাটক অস্ট্রেলিয়ায়। ওই দেশে ঢোকার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে জোকারের।
মেলবোর্ন: নোভাক জকোভিচকে (Novak Djokovic) নিয়ে তুমুল নাটক অস্ট্রেলিয়ায়। ওই দেশে ঢোকার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে জোকারের। দাবি করা হয়েছে, করোনার প্রতিষেধক যে তিনি নিয়েছেন, তার যথেষ্ট তথ্য দিতে পারেননি। সেই কারণেই ঢুকতে দেওয়া হয়নি অস্ট্রেলিয়ায়। আর তার পরই এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে টেনিস দুনিয়ায়। যে বিতর্কে ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ।
জোকারকে নিয়ে কোনও রকম আপসে যে যাবে না অস্ট্রেলিয়া, তা পরিষ্কার করে দিয়েছিলেন অজি প্রধানমন্ত্রী। বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ারের ভিসা বাতিলের পর মরিসন বলেছেন, ‘জকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। নিয়ম সব সময় নিয়ম। সীমান্তের ক্ষেত্রে সেটা আরও কড়া। আমাদের কঠোর সীমান্ত নীতির কারণেই কিন্তু করোনা নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। আর সেটা আমরা মেনে চলব।’
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচও ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমাদের জকোভিচকে বলেছি, পুরো সার্বিয়া তোমার সঙ্গে আছে। বিশ্বের সেরা টেনিস প্লেয়ারকে কী ভাবে হেনস্তার শিকার হতে হল, সেটা কিন্তু আমরা দেখছি। এর নিষ্পত্তি চাই যত দ্রুত সম্ভব। আন্তর্জাতিক নিয়ম মেনে নোভাকের জন্য লড়াই করবে সার্বিয়া।’
View this post on Instagram
অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ পল ম্যাকনেম বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ওপেনে যারা নামছে, তাদের সবার জন্য একই ভিসা পদ্ধতি থাকা উচিত, এই নিয়ে দাবি তোলা হচ্ছে কয়েক দিন ধরে। তাদের বলি, জকোভিচ কিন্তু একমাত্র প্লেয়ার, যার ভিসা প্রথমে মঞ্জুর করা হলেও পরে বাতিল হয়েছে।’
ইউক্রেনের টেনিস প্লেয়ার সর্গেই স্তাখোভস্কি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন, রাজনৈতিক ইগোর শিকার হয়েছেন জোকার। স্তাখোভস্কি টুইটারে লিখেছেন, ‘খেলার উপর রাজনীতির প্রভাব নেই, যারা কখনও বলবে, তারা যেন ২০২২ সালের ৬ জানুয়ারিটা মনে রাখে। রাজনৈতিক ইগোর কারণেই বিশ্বের সেরা টেনিস প্লেয়ারকে খেলতে দেওয়া হল না।’
When next time somebody will tell you “ Sports is not interfering with politics” you remember the 6Jan2022 when purely political “ego”is not allowing best tennis player in the world to enter the country to which they “ governmental institutions” granted entry..??♂️ @DjokerNole ✊?
— Sergiy Stakhovsky (@Stako_tennis) January 5, 2022
জোকারের ভিসা বাতিল করায় অস্ট্রেলিয়া সরকারকে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে। আমেরিকান টেনিস প্লেয়ার টেনিস সান্দগ্রিন বলেছেন, ‘একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া দরকার। দুটো আলাদা মেডিক্যাল বোর্ড অস্ট্রেলিয়ায় ওর ঢোকার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল। কিন্তু ওই দেশের রাজনীতিকরা সেটা বাতিল করে দিল। ওই দেশ গ্র্যান্ড স্লাম আয়োজন করার যোগ্য নয়।’
আরও পড়ুন: Rafael Nadal on Novak Djokovic: ঘুরিয়ে জোকারের সমালোচনায় নাদাল