দুবাই : দুবাইয়ে চলতি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে (Badminton Asia Championships) পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছলেন ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি। সেমিফাইনালে চাইনিজ তাইপের লি ইয়াং ও ওয়াং চি-লিন জুটি দ্বিতীয় সেটের সময় ওয়াকওভার দেয় সাত্বিক-চিরাগ জুটিকে। ৫২ বছর পর কোনও ভারতীয় শাটলার জুটি এই টুর্নামেন্টের ফাইনালে উঠল। এর আগে ১৯৭১ সালে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলস থেকে রুপো পেয়েছিলেন ভারতের দুই শাটলার। দীপু ঘোষ ও রমন ঘোষ জুটিতে এই টুর্নামেন্ট থেকে শেষ বার দেশকে পদক এনে দিয়েছিলেন। শুধু তাই নয়, ঠিক ৯ বছর পর এই টুর্নামেন্টে ডাবলস বিভাগ থেকে পদক পেতে চলেছে ভারত। এ বার দেখার পুরুষদের ডাবলসের ফাইনাল থেকে সাত্বিক-চিরাগ জুটি দেশকে সোনার পদক এনে দিতে পারে কিনা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
?History Created ??
?? Shuttlers and #TOPScheme Athletes @satwiksairaj – @Shettychirag04 become 1️⃣st ?? MD pair to enter the Finals of Badminton Asia Championships ?
The duo won against
Wang-Lee ?? 21-18,13-14 (Walkover)1/2 pic.twitter.com/UVVmi1iHVs
— SAI Media (@Media_SAI) April 29, 2023
আজ শনিবার ছিল ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসের সেমিফাইনাল। সেই ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন লি ইয়াং ও ওয়াং চি-লিন জুটির বিরুদ্ধে প্রথম সেটে ২১-১৮ ব্যবধানে জেতে ভারতীয় তারকা শাটলার জুটি। এরপর দ্বিতীয় সেটে সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির বিরুদ্ধে ১৪-১৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন লি ইয়াং ও ওয়াং চি-লিন। দ্বিতীয় সেট চলাকালীন এক ফিরতি শটে চোট পান চি-লিন। যার ফলে চাইনিজ তাইপে জুটি ওয়াকওভার দিয়ে দেন ভারতীয় শাটলার জুটিকে।
ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি খেলছেন ষষ্ঠ বাছাই হিসেবে। সেমিফাইনালের আগে কোয়ার্টার ফাইনালে ২১-১১, ২১-১২ ব্যবধানে ইন্দোনেশিয়ার অভিজ্ঞ জুটি মহম্মদ আহসান ও হেন্দ্রা সেতিয়াওয়ানকে হারান সাত্বিকসাইরাজ-চিরাগ।