Asian Games 2023, Badminton: সোনা থেকে এক কদম দূরে সাত্বিক-চিরাগ, তাতেই গড়লেন ইতিহাস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 06, 2023 | 10:43 PM

Satwiksairaj Rankireddy-Chirag Shetty: ভারতের শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টির (Chirag Shetty) ২০২৩ সালটা দারুণ কাটছে। এই জুটি চলতি বছরে একের পর এক টুর্নামেন্টে জিতেছেন। ইতিহাস গড়েছেন। এ বার এশিয়ান গেমসের ফাইনালে সাত্বিক-চিরাগ। একইসঙ্গে নাম লিখিয়ে ফেলেছেন ইতিহাসের পাতায়।

Asian Games 2023, Badminton: সোনা থেকে এক কদম দূরে সাত্বিক-চিরাগ, তাতেই গড়লেন ইতিহাস
এশিয়ান গেমসে ফাইনালে উঠে ইতিহাস গড়লেন সাত্বিক-চিরাগ
Image Credit source: PTI

Follow Us

হানঝাউ: সা-চি জুটির হাত ধরে ভারতে আসতে চলেছে সোনা। হানঝাউতে চলতি এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতের শাটলার জুটি। সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) পদক নিশ্চিত করেই ইতিহাস গড়েছেন। কারণ প্রথম ভারতীয় জুটি হিসেবে এশিয়ান গেমসে (Asian Games 2023) ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠলেন সাত্বিকসাইরাজ ও চিরাগ। বিশ্বের ৩ নম্বর ডাবলস জুটি গত সপ্তাহে টিম ইভেন্টে রুপো পেয়েছেন। সেমিফাইনালে দাপট দেখিয়ে জিতেছেন সাত্বিকসাইরাজরা। এ বার শুধু সোনার অপেক্ষা। আগামিকাল সোনার পদক ম্যাচে নামবেন সাত্বিক-চিরাগ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সা-চি জুটির সামনে সোনার হাতছানি

বিশ্ব ক্রমতালিকায় ৩ নম্বরে থাকা সাত্বিক-চিরাগ জুটি মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং সো উই ইকের বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতেছেন। টোকিও অলিম্পিকো ব্রোঞ্জ পাওয়া মালয়েশিয়ার জুটিকে হারাতে সাত্বিক-চিরাগদের লেগেছে ৪৬ মিনিট। রীতিমতো দাপট দেখিয়ে ম্যাচ বের করে নেন সাত্বিকরা। প্রথম গেমে তাও মালয়েশিয়ার অ্যারন ও সো লড়াই করেছিলেন। যার ফলে প্রথম গেমে সাত্বিকরা জেতেন ২১-১৭ ব্যবধানে। কিন্তু দ্বিতীয় গেমে আর সেই অর্থে কোনও সুযোগই দেননি চিরাগরা। তাই দ্বিতীয় গেমের ফল দাঁড়ায় ২১-১২, সা-চি জুটির পক্ষে। সাত্বিক ও চিরাগের দুরন্ত গতি এবং তাঁদের বোঝাপড়া এতটাই ভালো ছিল যে মালয়েশিয়ার শাটলারদের ম্যাচে যথেষ্ট বেগ পেতে হয়।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ী সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি আগামিকাল ফাইনালে নামবেন কোরিয়ান শাটলারদের বিরুদ্ধে। দুরন্ত ছন্দে থাকা চিরাগ-সাত্বিকরা চলতি বছরে সুইস ওপেন (সুপার ৩০০), ইন্দোনেশিয়া ওপেন (সুপার ১০০০), কোরিয়া ওপেন (সুপার ৫০০) এর পাশাপাশি ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছেন। হানঝাউতে টিম ইভেন্টে রুপো পেয়েছেন তাঁরা। এ বার দেখার ১৯তম এশিয়ান গেমসে পুরুষদের ডাবলসে সাত্বিক-চিরাগরা সোনা ফলাতে পারেন কিনা। সা-চি জুটির রুপো নিশ্চিত।

Next Article