Asian Games 2023, Badminton: হানঝাউয়ে শেষ বেলায় ব্যাডমিন্টনে ইতিহাস সা-চি জুটির

Satwiksairaj Rankireddy-Chirag Shetty: পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, এইচএস প্রণয় --- যত বড় নামই থাকুক না কেন, কেউ যা করে দেখাতে পারেননি সা-চি জুটি তাই করে ফেললেন। সিঙ্গলস, ডাবলস, টিম সব ধরলে এই প্রথম ব্যাডমিন্টন থেকে সোনা এল ভারতে। সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি ডাবলসে উড়িয়ে দিলেন কোরিয়ান জুটিকে। ২১-১৮, ২১-১৬ গেমে প্রাধান্য প্রতিষ্ঠা করলেন ভারতের দুই ছেলে।

Asian Games 2023, Badminton: হানঝাউয়ে শেষ বেলায় ব্যাডমিন্টনে ইতিহাস সা-চি জুটির
হানঝাউয়ে শেষ বেলায় ব্যাডমিন্টনে ইতিহাস সা-চি জুটিরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 07, 2023 | 5:13 PM

হানঝাউ: সকাল থেকে যেন শুধু সোনালি ঝলক। আর্চারি থেকে শুরু, কবাডিতে মেয়েদের পর এ বার ছেলেদের ব্যাডমিন্টন ডাবলসে (Men’s Badminton Doubles) সোনার অক্ষরে ইতিহাস লিখতে হচ্ছে। পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, এইচএস প্রণয় — যত বড় নামই থাকুক না কেন, কেউ যা করে দেখাতে পারেননি সা-চি জুটি তাই করে ফেলল। সিঙ্গলস, ডাবলস, টিম সব ধরলে এই প্রথম ব্যাডমিন্টন থেকে সোনা এল ভারতে। সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty) ডাবলসে উড়িয়ে দিলেন কোরিয়ান জুটিকে। ২১-১৮, ২১-১৬ গেমে প্রাধান্য প্রতিষ্ঠা করলেন ভারতের দুই ছেলে। সোনাঝরা দিনে চতুর্থ স্বর্ণপদক ভারতের। সব মিলিয়ে ২৬টি সোনা এল হানঝাউ গেমস থেকে। পদকের সেঞ্চুরি করেও ক্লান্ত নন ভারতের অ্যাথলিটরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইতিহাসের পাতায় সাত্বিক-চিরাগরা। কীভাবে ইতিহাস গড়তে হয় জানতে চাইলে হাসতে হাসতে উত্তর দেবেন সাত্বিক-চিরাগ। এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে দক্ষিণ কোরিয়ার শাটলারদের বিরুদ্ধে স্ট্রেট গেমে জিতেছেন সাত্বিক-চিরাগ। বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় ডাবলসে সা-চি জুটি ৩ নম্বরে। তাঁরা হানঝাউ গেমসে বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকায় ডাবলসে ১৫ নম্বরে থাকা চৌই ও কিমকে হারিয়েছেন। প্রতিপক্ষ কোরিয়ান জুটিকে রীতিমতো মেপে খেলছিলেন সাত্বিক-চিরাগ। প্রথম গেমে একটা সময় কোরিয়ানরা ৭-৯ এগিয়ে গিয়েছিল। সেখান থেকে সাত্বিকরা পরপর পয়েন্ট তুলে নিয়ে স্কোর ১৩-১৩ করেন। এরপর কোরিয়ান শাটলার কিম ২ পয়েন্ট তুলে নেয়। চিরাগ এরপর ব্যবধান বাড়িয়ে ১৯-১৮ করেন। এরপর প্রথম গেম শেষ হয় ২১-১৮-তে। দ্বিতীয় গেমে একটু স্ট্র্যাটেজি বদল করেন সাত্বিক-চিরাগ। শেষ অবধি ২১-১৬ ব্যবধানে দ্বিতীয় গেমটাও জিতে নেন ভারতীয় শাটলাররা। ১৯৮২ সালের এশিয়ান গেমসে লেয়র-প্রদীপ জুটির হাত ধরে ব্রোঞ্জ এসেছিল ভারতে। এই প্রথম ব্যাডমিন্টনে সোনা ফলালেন সাত্বিক-চিরাগ।

সা-চি জুটি এশিয়ান গেমসে সোনা জেতায় এটিই ভারতের এশিয়াডে ব্যাডমিন্টনের সেরা পারফরম্যান্স হল। এ বার হানঝাউতে পুরুষদের ডাবলসে ১টি সোনা, পুরুষদের টিম ইভেন্টে ১টি রুপো এবং পুরুষদের সিঙ্গলস থেকে একটি ব্রোঞ্জ এসেছে। এর আগে জাকার্তা গেমস থেকে ভারতে ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ এসেছিল। ১৯৮২ সালের এশিয়ান গেমসে ৫টি ব্রোঞ্জ এসেছিল ভারতে।