Serena Williams: ১০ বছর আগেই অবসরের পরিকল্পনা করে রেখেছেন সেরেনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 11, 2022 | 9:30 AM

চোটের কারণে গত বছর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর আর কোর্টে নামেননি। সেই সেরেনা কিন্তু বলে দিচ্ছেন, অবসরের পরিকল্পনা তিনি করে ফেলেছেন। খুব শিগগিরি হয়তো ঘোষণা করে দেবেন।

Follow Us

লস অ্যাঞ্জেলিস: মেয়েদের টেনিসে (Tennis)  একটা সময় অপ্রতিরোধ্য ছিলেন তিনি। গ্র্যান্ড স্লাম হোক আর এটিপি টুর্নামেন্ট— সেরেনা উইলিয়ামসকে (Serena Williams) রোখার মতো প্লেয়ারই মেলেনি টানা একটা যুগ ধরে। ২৩টা গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। সেই সেরেনাই গত মরসুম থেকে সে ভাবে খেলতে পারছেন না। চোটের কারণে গত বছর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর আর কোর্টে নামেননি। সেই সেরেনা কিন্তু বলে দিচ্ছেন, অবসরের পরিকল্পনা তিনি করে ফেলেছেন। খুব শিগগিরি হয়তো ঘোষণা করে দেবেন।

সেরেনা বলেওছেন, ‘আমি আবার ট্রেনিংয়ে ফিরেছি। আশা করছি ধীরে ধীরে ফিট হয়ে উঠতে পারব। আমার শরীর ও মাসল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ আর তার পরই বলেছেন ১০ বছর আগেই অবসরের পরিকল্পনা করে রেখেছেন। ‘ওই দিনটা যে একদিন আসবে, আমি খুব ভালো করেই জানি। আর তাই ওই দিনটার জন্য আমি তৈরি হয়ে রয়েছি। বলতে পারেন, ১০ বছর ধরে তৈরি হয়ে রয়েছি। যদি আমার বাবাকে নিয়ে তৈরি বায়োপিক কিং রিচার্ড দেখেন, তা হলে আরও বুঝতে পারবেন যে, বাবা সব সময় কিন্তু তৈরি থাকতে বলে। সেই মতো আমি তৈরি হয়ে রয়েছি। আমার মনে হয়, এই পরিকল্পনা থাকাটা সবচেয়ে জরুরি।’

টেনিস ছাড়ার পর কী করবেন? ‘আমি সেরা মা হতে চাই। আর নিশ্চিত ভাবেই আরও বেশি সন্তান চাই। সব কিছুর সঙ্গে একটা ব্যালান্স তৈরি করতে পারাটা বড় ব্যাপার। এটা ভুললে চলবে না, আমি এক দিকে মা, অন্য দিকে স্ত্রী। আগামী দিনেও তাই থাকব। এ সবের মধ্যেই পুরোপুরি চলে যাব। কোর্ট থেকে সে দিন বিদায় নেব, যে দিন আর কোনও চাপ অনুভব করব না।’


বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

লস অ্যাঞ্জেলিস: মেয়েদের টেনিসে (Tennis)  একটা সময় অপ্রতিরোধ্য ছিলেন তিনি। গ্র্যান্ড স্লাম হোক আর এটিপি টুর্নামেন্ট— সেরেনা উইলিয়ামসকে (Serena Williams) রোখার মতো প্লেয়ারই মেলেনি টানা একটা যুগ ধরে। ২৩টা গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। সেই সেরেনাই গত মরসুম থেকে সে ভাবে খেলতে পারছেন না। চোটের কারণে গত বছর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর আর কোর্টে নামেননি। সেই সেরেনা কিন্তু বলে দিচ্ছেন, অবসরের পরিকল্পনা তিনি করে ফেলেছেন। খুব শিগগিরি হয়তো ঘোষণা করে দেবেন।

সেরেনা বলেওছেন, ‘আমি আবার ট্রেনিংয়ে ফিরেছি। আশা করছি ধীরে ধীরে ফিট হয়ে উঠতে পারব। আমার শরীর ও মাসল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তৈরি হয়ে যাবে বলে আমার বিশ্বাস।’ আর তার পরই বলেছেন ১০ বছর আগেই অবসরের পরিকল্পনা করে রেখেছেন। ‘ওই দিনটা যে একদিন আসবে, আমি খুব ভালো করেই জানি। আর তাই ওই দিনটার জন্য আমি তৈরি হয়ে রয়েছি। বলতে পারেন, ১০ বছর ধরে তৈরি হয়ে রয়েছি। যদি আমার বাবাকে নিয়ে তৈরি বায়োপিক কিং রিচার্ড দেখেন, তা হলে আরও বুঝতে পারবেন যে, বাবা সব সময় কিন্তু তৈরি থাকতে বলে। সেই মতো আমি তৈরি হয়ে রয়েছি। আমার মনে হয়, এই পরিকল্পনা থাকাটা সবচেয়ে জরুরি।’

টেনিস ছাড়ার পর কী করবেন? ‘আমি সেরা মা হতে চাই। আর নিশ্চিত ভাবেই আরও বেশি সন্তান চাই। সব কিছুর সঙ্গে একটা ব্যালান্স তৈরি করতে পারাটা বড় ব্যাপার। এটা ভুললে চলবে না, আমি এক দিকে মা, অন্য দিকে স্ত্রী। আগামী দিনেও তাই থাকব। এ সবের মধ্যেই পুরোপুরি চলে যাব। কোর্ট থেকে সে দিন বিদায় নেব, যে দিন আর কোনও চাপ অনুভব করব না।’


বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article