দুবাই: আজ, শুক্রবার দুবাইতে (Dubai) শুরু হয়েছে এশিয়ান ইয়ুথ অ্যান্ড জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ (Asian Youth and Junior Boxing Championships)। প্রথম দিনই সাফল্য পেল ভারত (India)। ৬ ভারতীয় বক্সার (Indian boxer) প্রথম বাউটেই জিতেছেন।
ছেলেদের ইভেন্টে রোহিত চামোলি (৪৮ কেজি), অঙ্কুশ (৬৬ কেজি) ও গৌরব (৭০ কেজি) দাপটের সঙ্গে লড়ে সেমিফাইনালের টিকিট পাকা করে ভারতের হয়ে পদক নিশ্চিত করেছেন। চণ্ডীগড়ের ছেলে রোহিত আলহাসান কাদৌস স্রিয়াকে (Alhassan Qadous Sriya) ৫-০ হারান। ছেলেদের ৭০কেজি বিভাগের বাউটে কুয়েতের প্রতিপক্ষ বাদের শেহাবকে (Bader Shehab) ৫-০ হারান অঙ্কুশ। হরিয়ানার গৌরব বাউটের শুরু থেকেই কুয়েতের প্রতিপক্ষ ইয়াকুব সাদাল্লাহের (Yaqoub Saadallah) বিরুদ্ধে দাপট দেখান। দ্বিতীয় রাউন্ডে রেফারি স্টপিং দ্য কনটেস্ট (আরএসসি) এর মাধ্যমে জয়ী হন গৌরব।
?????? ????? ?
Our Junior boys put up a dominating performance on Day 1️⃣ to cruise through the next round of ASBC Asian Youth & Junior Boxing Championships 2️⃣0️⃣2️⃣1️⃣ in Dubai ??#PunchMeinHaiDum#boxing pic.twitter.com/G4onydDyzG
— Boxing Federation (@BFI_official) August 21, 2021
এই তিন ভারতীয় বক্সার ছাড়াও এশিয়ান ইয়ুথ অ্যান্ড জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিন নিজ নিজ বিভাগে জিতেছেন ভারতের আশিস (৫৪ কেজি), অংশুল (৫৭ কেজি) ও প্রীত মালিক (৬৩ কেজি)।