নয়াদিল্লি: সেনাবাহিনীতে কাজ করার জন্য যখন কোনও যুবক যান, তাঁর মনে একটা বিষয়ই চলতে থাকে দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষের উপর কোনও আঁচ আসতে দেওয়া চলবে না। সেনাকর্মীদের পরিশ্রমের তুলনা কোনও কিছুর সঙ্গে হয় না। দেশকে রক্ষা করতে গিয়ে প্রচুর সেনাকর্মী প্রাণ হারান। কারও আবার অঙ্গহানিও হয়। কিন্তু তাঁদের মনের জোর কোনও পরিস্থিতিতেই টলমলে হয় না। সোমেশ্বর রাও (Someswara Rao) তেমনই এক সেনাকর্মী। আসলে তিনি প্রাক্তন ভারতীয় সেনাকর্মী। ২০১১ সালে মাদ্রাজ রেজিমেন্টে যোগ দেওয়ার পর থেকেই উরিতে কাজ করার ইচ্ছে ছিল তাঁর। ২ বছর পরে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে কাজ করার সুযোগ পান সোমেশ্বর রাও। তারপরই এক ল্যান্ডমাইন বিস্ফোরণে পা হারান তিনি। হতাশায়, কষ্টে আত্মহত্যার পথও বাঁছতে গিয়েছিলেন। কিন্তু তাঁর কপালে লেখা ছিল অন্য কিছু। সেই প্রাক্তন ভারতীয় সেনাকর্মী এ বার যাচ্ছেন এশিয়াডে (Asian Games)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোমেশ্বর রাও সেনাবাহিনীতে কাজ করার সময় উরিতে পোস্টিং থাকাকালীন ছিলেন ‘ঘাতক’ দলে (এই দলে সেনাবাহিনীর সবচেয়ে ভালো সৈনিকরা থাকার সুযোগ পান)। ১০ বছর কেটে গিয়েছে সেই ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনার। কিন্তু তার বর্ণনা এবং সেই বিস্ফোরণের ফলে তাঁর যা হয়েছিল বলতে গেলে আজও গলা কেঁপে ওঠে সোমেশ্বর রাওয়ের। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা এবং সেখান থেকে ফিরে আসার গল্প শুনিয়েছেন সোমেশ্বর রাও।
ভারতের প্রাক্তন সেনাকর্মী সোমেশ্বর রাও জানান, তিনি উরিতে কাজ করার সময় একদিন শত্রুপক্ষের ল্যান্ডমাইন বিস্ফোরণের শব্দ পান। রাতের বেলায় সেখানে গিয়ে তাঁরা পরীক্ষা করে দেখেন। কিন্তু তখন কিছু হয়নি। এরপর সকাল বেলায় সেখানে তাঁরা আবার যান। সেখান থেকে নিজেদের পরিখায় ফেরার পথে তাঁর বাঁ পা পড়ে যায় ল্যান্ডমাইনের উপর। সঙ্গে সঙ্গে উড়ে যায় তাঁর পা।
এই দুর্ঘটনার পর হতাশা গ্রাস করে সোমেশ্বরকে। এরপর একটা ফোন তাঁর জীবন পাল্টে দেয়। তিনি বলেন, ‘আজ আমি মায়ের জন্যই বেঁচে আছি। মায়ের গলা শুনে সে দিন আমি কাঁদতে শুরু করেছিলাম। আর তার পর কিছু মনে নেই। কারণ অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরের ১০টা দিন হাসপাতালের আইসিইউতে বার বার আমাকে রাখতে হয়েছিল।’ ওই পরিস্থিতি পেরিয়ে আসার পর সোমেশ্বর নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ধরণের ভাবনাচিন্তা তিনি আর কখনও মাথায় আনবেন না।
এর পর পুণেয় কৃত্রিম পা প্রতিস্থাপন কেন্দ্রে গিয়ে সোমেশ্বরের আলাপ হয় সেনার প্যারা ট্রায়াথলিট লেফটেন্যান্ট কর্নেল গৌরব দত্তের সঙ্গে। তিনি সোমেশ্বরকে খেলাকে আঁকড়ে নতুন ভাবে সব শুরু করতে উৎসাহ দেন। শুরুর দিকে কৃত্রিম পায়ের সাহায্যে ব্লেড রানার হিসেবে খেলতে থাকেন সোমেশ্বর। পরবর্তীতে লং জাম্পে মনোনিবেশ করেন। এ বার লং জাম্পেই চিনের হাংঝাওতে প্যারা এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সোমেশ্বর।
উল্লেখ্য, শুধু সোমেশ্বর রাওই নয়। ১২ ডোগরা রেজিমেন্টের সেনা অজয় কুমারের জীবনেও ঘটে একই রকম ঘটনা। তিনিও সোমেশ্বরের মতোই উরিতে ২০১৭ সালে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে পা হারিয়েছিলেন। এর পরে সেনার তরফে তাঁকে প্রশাসনিক পদে নিয়ে আসা হয়। সেই কাজ যদিও অজয়ের পছন্দ হয়নি। সেনার প্যারা ট্রায়াথলিট লেফটেন্যান্ট কর্নেল গৌরব দত্তের সঙ্গে কথা বলে তিনিও খেলার জগতে পা দেন। এ বারের প্যারা এশিয়ান গেমসে তিনিও সোমেশ্বরের মতো নামতে চলেছেন লং জাম্পে।