নয়াদিল্লি: সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) কবে ট্র্যাকে ফিরবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নীরজের ফ্যানেদের মনে। পেশির চোটের কারণে বেশ কয়েকদিন ধরে ট্র্যাকের বাইরে নীরজ। এই চোটের কারণে আন্তঃরাজ্য টুর্নামেন্টে অংশ নিতে পারেননি নীরজ। বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার (Javelin Throw) এ বার ট্র্যাকে ফেরার পথে। চলছে প্রস্তুতি। চলতি জুনের শেষে রয়েছে ডায়মন্ড লিগ (Diamond League)। লুসানেই কি ট্র্যাকে ফিরবেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে ডায়মন্ড লিগের সরকারি ওয়েবসাইটে উল্লেখ রয়েছে যে, ওই টুর্নামেন্টে খেলবেন নীরজ চোপড়া। তিনি নিজে এ বিষয়ে কিছু জানাননি। ডায়মন্ড লিগের ওয়েবসাইটের দাবী, ওই টুর্নামেন্টে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়াকে চ্যালেঞ্জ জানাবেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেখ এবং জার্মানির জুলিয়ান ওয়েবার।
গত ২৯ মে সোশ্যাল মিডিয়ায় নীরজ চোপড়া নিজের পেশির চোটের ব্যাপারে জানিয়েছিলেন। অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছিলেন নীরজ। তার ফলে তিনি নিউজিল্যান্ডসে আয়োজিত এফবিকে গেমস এবং ফিনল্যান্ডের পাভো নুরমি গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। নিজের টুইটে নীরজ জানান, তিনি রিকভারি সেশনের মধ্যে যাচ্ছেন। জুন মাসে ফের ট্র্যাকে ফিরবেন তিনি।
Will be back soon! ? ?? pic.twitter.com/xJE86ULv5X
— Neeraj Chopra (@Neeraj_chopra1) May 29, 2023
টোকিও অলিম্পিকে ভারতের হয়ে সোনা জয়ের পর ডায়মন্ড লিগে ধারাবাহিক সাফল্য পেয়েছেন নীরজ চোপড়া। চলতি মরসুমের শুরুতেই দোহা পর্বে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। ডায়মন্ড লিগে গতবার জিতেছিলেন নীরজ। এ বার চলতি মরসুমে কী হয় সেটাই দেখার। এরই মাঝে সংবাদ সংস্থা পিটিআইকে ভারতের অ্যাথলেটিক্সের হেড কোচ রাধাকৃষ্ণ নায়ার জানান, নীরজ চোপড়া এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি বলেন, ‘গত সপ্তাহে নীরজ অনুশীলন শুরু করেছে। চলতি মাসের শেষে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে।’ উল্লেখ্য, নীরজ চোপড়ার পাশাপাশি লুসান ডায়মন্ড লিগে অংশ নেবেন ভারতীয় লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। প্যারিস ডায়মন্ড লিগে তৃতীয় স্থান অর্জন করার ফলে লুসানে পারফর্ম করতে দেখা যাবে তাঁকে।