Wimbledon: উইম্বলডনে যুগান্তকারী সিদ্ধান্ত, পিরিয়ডসের জন্য বদলে গেল শর্টস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2022 | 3:09 PM

মহিলা টেনিস প্লেয়ারদের জন্য উইম্বলডনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে টেনিস বিশ্ব।

Wimbledon: উইম্বলডনে যুগান্তকারী সিদ্ধান্ত, পিরিয়ডসের জন্য বদলে গেল শর্টস
উইম্বলডনে যুগান্তকারী সিদ্ধান্ত, পিরিয়ডসের জন্য বদলে গেল শর্টস
Image Credit source: Twitter

Follow Us

উইম্বলডন: মাসের চারটে দিন… মহিলারা সব কিছুর মধ্যেই যন্ত্রণা সামলে সব কাজ করে থাকেন। প্রতিটা মাসেই সেই চারদিন কাটাতে যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তা এক মাত্র তারাই বলতে পারেন। ওই চারদিন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা লড়াই করে মেয়েরা। আর ওই চারদিন বলতে বোঝায়, মাসের যে ৪ দিন বা ৫ দিন মেয়েদের পিরিয়ডস (Periods) চলে। স্কুল, বাড়ি হোক আর অফিস কিংবা খেলার মাঠ মাসের ওই চারটেদিন প্রতিটা মেয়ের কাছে বাকি দিনের মতোই অত্যন্ত স্বাভাবিক। অন্তত মেয়েরা সেভাবেই এই চারদিন দেখে। ম্যাঞ্চেস্টার সিটি গত মাসেই সিদ্ধান্ত নিয়েছিল, তাদের মহিলা ফুটবলারদের জন্য শর্টসের রং আর সাদা রাখবে না। এ বার সেই পথে হাঁটার চেষ্টা করছে উইম্বলডন (Wimbledon)। সেই তথ্য তুলে ধরল  TV9Bangla

পিরিয়ডস চলাকালীন, সাদা পোশাক পরে টেনিস ম্যাচে খেলার সময় মহিলা টেনিস প্লেয়াররা খানিকটা হলেও অমনোযোগী হয়ে পড়েন। এ বার যে কারণে মহিলা টেনিস প্লেয়ারদের জন্য নিয়ম শিথিল করতে চলেছে উইম্বলডন। নতুন বছর থেকে উইম্বলডনে খেলার সময় মহিলারা সাদা পোশাকের নীচে রঙিন শর্টস পরতে পারবেন। মহিলাদের ঋতুচক্রের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল উইম্বলডন। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে অল ইংল্যান্ড ক্লাব। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সাদা পোশাকের নীচে সাদা রংয়ের শর্টস থাকলে মাসিকের সময় সমস্যায় পড়েন অনেক মহিলা খেলোয়াড়রা। এ বার থেকে আর যেন সেটা না হয়, সে ব্যপারে যুগান্তকারী সিদ্ধান্ত নিল উইম্বলডনের আয়োজকরা। চলতি বছরে অ্যাড্রেস দ্য ড্রেস কোড অভিযানের পর এই বিষয়ে প্লেয়াররা নিজেদের অস্বস্তির কথা তুলে ধরতে থাকেন।

অল ইংল্যান্ড ক্লাবের সিইও স্যালি বোল্টন একটি বিবৃতিতে বলেছেন, ‘‘টুর্নামেন্ট চলাকালীন প্লেয়ারদের যাতে কোনও সমস্যা না হয়, সে দিকে নজর রাখাটা আমাদের কর্তব্য। তাঁরা যাতে ভালো ভাবে খেলতে পারেন সেটা আমাদের দেখতে হবে। তাই আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্লেয়ার, মেডিক্যাল দল ও সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে আলোচনার পরে ম্যানেজমেন্ট কমিটি মহিলা প্লেয়ারদের পোশাক বদল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে।’’

স্যালি আরও বলেন, ‘‘আগামী বছর থেকে মহিলা প্লেয়াররা চাইলে সাদা পোশাকের নীচে রঙিন অন্তর্বাস পরতে পারবেন। আমরা নিশ্চিত এই নিয়মের ফলে অন্য সকল চিন্তা ফেলে মহিলা টেনিস প্লেয়াররা শুধু নিজেদের খেলার দিকে মনোনিবেশ করতে পারবেন।’’ অল ইংল্যান্ড ক্লাব এও জানিয়েছে যে, অন্যান্য পোশাক, আনুষাঙ্গিক এবং সরঞ্জামগুলির অপরিবর্তিত থাকছে।

মহিলা টেনিস প্লেয়ারদের জন্য উইম্বলডনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে টেনিস বিশ্ব।

Next Article