Wimbledon: জকোভিচের সামনে এবার ‘নতুন’ আবিষ্কার রিথোবেন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 02, 2022 | 9:00 AM

ম্যাজিকাল বুট পেয়ে হঠাৎ একজনের দুর্দান্ত ফুটবলার হয়ে ওঠার কাহিনী। রিথোবেন কোনও ম্যাজিকাল বুট পাননি। তবে তাঁর সঙ্গে যেন এমনটাই হয়ে চলেছে এখনও অবধি।

Wimbledon: জকোভিচের সামনে এবার ‘নতুন’ আবিষ্কার রিথোবেন
Image Credit source: TWITTER

Follow Us

 

লন্ডন: নোভাক জকোভিচ (Novak Djokovic)। যারা টেনিসের সামান্য খোঁজও রাখেন, সকলেই চিনবেন। যদি বলা যায়, উইম্বলডনে চতুর্থ রাউন্ডে তাঁর সামনে টিম ভ্যান রিথোবেন (Tim van Rijthoven)! নিশ্চিত, গুগল করতে হবে। সপ্তাহ তিনেক আগে রিথোবেন কল্পনাও করেননি উইম্বলডনে (Wimbledon) খেলবেন। চতুর্থ রাউন্ডে তাঁকে খেলতে হবে ২০ টি গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। নেদারল্যান্ডের এই তরুণ ঘরের মাঠে গ্রাস কোর্টে অনবদ্য খেলেন। এরপরই উইম্বলডনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। সবটাই কেমন চিত্রনাট্যের মতো। সিনিয়র স্তরে এটিপির কোনও টুর্নামেন্ট জেতার পরিসংখ্যান নেই। ২০১৬ সালে একবারই এটিপি ২৫০ ইভেন্টে খেলেছিলেন। সেখানেও প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। এবারের উইম্বলডনে আন্ডারডগ কোনও প্লেয়ারের সবচেয়ে বড় উদাহরণ রিথোবেন। চতুর্থ রাউন্ডে তিনি খেলবেন নোভাক জকোভিচের বিরুদ্ধে!!!

গত মাসে লিবেমা ওপেনে প্রথমবার টুর লেভেলে ম্যাচ জয়ের স্বাদ। এক সপ্তাহ পর সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন। সেই পারফরম্যান্সের পর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে উইম্বলডনে। প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে হারান আর্জেন্টিনার ফেডেরিকো দেলবনিসকে। দ্বিতীয় রাউন্ডে চার সেটের লড়াইয়ে হারান প্রতিযোগিতার ১৫তম বাছাই রিলি ওপেলকাকে! তৃতীয় রাউন্ডে প্রতিযোগিতার ২২ তম বাছাই নিকোলাজ বাসিলাসভিলিকে হারিয়ে জকোভিচের সামনে এবার। তৃতীয় রাউন্ডের ম্যাচে তিন সেটের লড়াইয়ে ২১ টি এস মেরেছেন! এর থেকে পরিষ্কার, তাঁর সার্ভ খুবই শক্তিশালী এবং নিখুঁত। নেদারল্যান্ড সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রাক্তন টেনিস খেলোয়াড় রেমন স্লুতিয়ের রিথোবেনের কোচকে অনুরোধ করেন উইম্বলডনে ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য রিথোবেনের নাম সুপারিশ করতে। তা গৃহীত হয়। রিথোবেনের উত্থানকে প্রাক্তন ডাচ খেলোয়াড় স্লুতিয়ের এই উত্থানকে জনপ্রিয় একটি টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে তুলনা করেন। ম্যাজিকাল বুট পেয়ে হঠাৎ একজনের দুর্দান্ত ফুটবলার হয়ে ওঠার কাহিনী। রিথোবেন কোনও ম্যাজিকাল বুট পাননি। তবে তাঁর সঙ্গে যেন এমনটাই হয়ে চলেছে এখনও অবধি। এবার নোভাক জকোভিচের বিরুদ্ধে কোনও অঘটন ঘটাতে পারলেই…!

 

Next Article