Rameshbabu Praggnanandhaa: বিশ্বকাপ অধরা, তাও বিশ্ব দাবায় বিরাট লাফ প্রজ্ঞানন্দের!

R Praggnanandhaa: ফিডে বিশ্বকাপে জাত চিনিয়েছেন প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পরবর্তী যুগে তিনি যে ভারতীয় এবং বিশ্ব দাবার মুখ হতে পারেন, তা প্রমাণ করে দিয়েছেন। এ বার বিরাট লাফ মারলেন প্রজ্ঞানন্দ।

Rameshbabu Praggnanandhaa: বিশ্বকাপ অধরা, তাও বিশ্ব দাবায় বিরাট লাফ প্রজ্ঞানন্দের!
বিশ্বকাপ অধরা, তাও বিশ্ব দাবায় বিরাট লাফ প্রজ্ঞানন্দের!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 2:24 PM

নাগপুর: মাত্র ১৮ বছরেই যে বিশ্ব দাবায় তোলপাড় ফেলে দেবেন, কে জানত! ফিডে বিশ্বকাপ (FIDE World Cup 2023) দাবার ফাইনালে উঠে পড়েছিলেন হইচই ফেলে দিয়ে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেননি, কিন্তু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa) যে আগামী দিনে আরও চমকে দেওয়া পারফর্ম করবেন, তা মোটামুটি নিশ্চিত চৌষট্টি খোপের দুনিয়া। বিশ্বকাপের ফাইনালে প্রথম দুটো রাউন্ড ড্র হয়েছিল। চেন্নাইয়ের ছেলে টাইব্রেকারে শেষ পর্যন্ত হেরে গিয়েছেন ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে। তা হোক, বিশ্ব দাবার রেটিংয়ে বিরাট লাফ মারলেন প্রজ্ঞানন্দ। এই লাফ অবশ্য প্রত্যাশিতই ছিল। ব়্যাঙ্কিংয়ের খাতায় যে তিনি বেশ কয়েক ধাপ এগোবেন, ধরেই নিয়েছিলেন বিশেষজ্ঞরা। তাই হল শেষ পর্যন্ত। কোথায় ছিলেন আর কোথায় পৌঁছলেন প্রজ্ঞানন্দ? TV9Bangls Sports এই প্রতিবেদনে তুলে ধরল।

চেন্নাইয়ের ছেলে বিশ্বকাপ ফাইনালে পা রাখার আগে ছিলেন ২৭০৭ ইএলও রেটিংয়ে। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের ফলে তাই এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছেন ২৭২৭.২ ইএলও। অর্থাৎ ২০.২ ইএলও রেটিং বাড়িয়ে ফেলেছেন। বিশ্বের সেরা ২০তে ঢুকে পড়েছেন তিনি। যা তাঁর কেরিয়ারের সেরা। টপকে গিয়েছিলেন হরিকৃষ্ণ পেন্টালা (২৭১১) ও ভদিত গুজরাঠিকে (২৭২৩)। ভারতের সেরা তিন দাবাড়ুর মধ্যেও ঢুকে পড়েছেন। মূলত বিশ্বকাপে আগ্রাসী পারফরম্যান্সের ফলেই এমনটা হয়েছে। চেক রিপাব্লিকের ডেভিড নাভারাকে হারানোর জন্য ৩.৮ পয়েন্ট পয়েছেন প্রজ্ঞানন্দ। ক্লাসিক্যাল গেমে বিশ্বের ২ নং ফাবিয়ানো কারুয়ানাকে এবং বিশ্বের তিন নম্বর হিকারু নাকামুরাকে আটকে দেওয়ার জন্য পেয়েছেন ২.৬ পয়েন্ট। হাঙ্গারির ফেরেঙ্ক বার্সেসকে হারানোর জন্য পেয়েছেন ৩ পয়েন্ট। বিশ্বকাপেই আবার বন্ধু অর্জুন ইরিগাইসিকে হারানোর জন্য ৫.৩ পয়েন্ট পেয়েছিলেন ঠিকই, ক্লাসিক্যাল গেমে হারার জন্য ৪.৭ পয়েন্ট আবার খোয়াতেও হয়েছিল প্রজ্ঞানন্দকে।

এক সাক্ষাৎকারে প্রজ্ঞানন্দ বলেছেন, ‘অর্জুন ছিল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ওকে হারানো সহজ ছিল না। সত্যি বলতে কী, ওকে হারাতে গিয়ে অনেক বেশি মাথা খাটাতে হয়েছিল।’ অর্জুনও খুব একটা পিছিয়ে নেই। দু’ধাপ উঠে তিনি বিশ্বের ৩০ নম্বরে জায়গা করে নিয়েছেন। তাঁর পকেটে রয়েছে ২৭১২ পয়েন্ট।