AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Hockey: অলিম্পিক হকিতে গ্রুপের ম্যাচে বেলজিয়াম কাঁটায় বিদ্ধ ভারত

Paris Olympics 2024: চার ম্যাচে ভারতের ঝুলিতে ৭ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে মনদীপরা। শেষ আট নিশ্চিত করে ফেলেছে ভারতীয় হকি দল। গ্রুপ টেবিলের দুই নম্বরে পজিশনে থাকাই এখন লক্ষ্য হার্দিকদের। নক আউটে সেক্ষেত্রে কঠিন প্রতিপক্ষকে এড়ানো সম্ভব হবে।

Indian Hockey: অলিম্পিক হকিতে গ্রুপের ম্যাচে বেলজিয়াম কাঁটায় বিদ্ধ ভারত
Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 01, 2024 | 3:55 PM
Share

প্যারিস: বেলজিয়াম কাঁটা সরাতে পারল না ভারতীয় হকি দল। হকিতে বারবারই বেলজিয়ামের সামনে মুখ থুবড়ে পড়ে ভারত। টোকিওর মতো প্যারিসেও একই ছবির পুনরাবৃত্তি। গ্রুপ পর্বের ম্যাচে এগিয়ে গিয়েও বেলজিয়ামের কাছে ১-২ গোলে হার হরমনপ্রীতদের। টোকিও অলিম্পিক্সের সেমিফাইনালে বেলজিয়ামের কাছে ২-৫ গোলে উড়ে গিয়েছিল ভারত। জার্মানপ্রীতরা এবার ভালো লড়াই চালিয়েও শেষরক্ষা করতে ব্যর্থ। টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী দলের কাছে তৃতীয় কোয়ার্টারে দুটো গোল হজম করেন শ্রীজেশরা।

প্রথম কোয়ার্টার গোলশূন্যই থাকে। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেকের গোলে ১-০ এগিয়ে যায় ভারত। অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে গিয়েই বিপত্তি ডেকে আনেন অমিত, মনদীপরা। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই থিবাউ স্টকব্রোয়েক্সের গোলে ১-১ করে বেলজিয়াম। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল বেলজিয়ামের জন ডোহমেনের। ভারত গোল পরিশোধের লক্ষ্যে আক্রমণ শানিয়েও লাভের লাভ কিছু করতে পারেনি। বেলজিয়ামের বিরুদ্ধে মাত্র দুটো পেনাল্টি কর্নার আদায় করে ভারত। যেখানে ভারতের বিরুদ্ধে ১১টি পেনাল্টি কর্নার আদায় করে বেলজিয়াম।

চার ম্যাচে ভারতের ঝুলিতে ৭ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে মনদীপরা। শেষ আট নিশ্চিত করে ফেলেছে ভারতীয় হকি দল। গ্রুপ টেবিলের দুই নম্বরে পজিশনে থাকাই এখন লক্ষ্য হার্দিকদের। নক আউটে সেক্ষেত্রে কঠিন প্রতিপক্ষকে এড়ানো সম্ভব হবে।