Magnus Carlsen: ফের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 22, 2022 | 5:35 PM

ম্যাচ জিতলেও ট্রফি জেতা হল না প্রজ্ঞানন্দর। টুর্নামেন্টে বেশি স্কোর থাকার ফলে চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন।

Magnus Carlsen: ফের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ
Image Credit source: TWITTER

Follow Us

নয়াদিল্লি : গত ছ মাসে এই নিয়ে তৃতীয়বার। ফের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারালেন ভারতের তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Praggnanandhaa)। ১৭ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ এবার কার্লসেনকে হারালেন এফটিএক্স ক্রিপ্টো কাপে। প্রজ্ঞানন্দ এই ম্যাচ জিতলেও, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কার্লসেন। নির্ধারিত সময়ে স্কোর ২-২ ছিল। মায়ামিতে ম্যাচের নির্ধারিত সময়ে স্কোরলাইন ছিল ২-২। শেষ অবধি ব্লিৎজ টাইব্রেকারে জেতেন প্রজ্ঞানন্দ। হারে হতবাক বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) কার্লসেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে কিছুটা অবাক চাহনিও দেখা যায় কার্লসেনের মধ্যে। ম্যাচ জেতার সামনেই ছিলেন কার্লসেন। নিজের ভুলেরই খেসারত দিতে হয়। প্রজ্ঞানন্দ ম্যাচ নিয়ে যান আর্মাগেডন টাইব্রেকারে।

 

ম্যাচ জিতলেও ট্রফি জেতা হল না প্রজ্ঞানন্দর। টুর্নামেন্টে বেশি স্কোর থাকার ফলে চ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন। ভারতীয় দাবাড়ু রানার্স হলেন। প্রতিযোগিতায় অনবদ্য শুরু করেছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। টানা চারটি ম্যাচে জিতেছিলেন। এর মধ্যে বিশ্বের ৬ নম্বর লেভন অ্যারোনিয়ানের বিরুদ্ধে ৩-১’র জয়ও রয়েছে। শুরুতে আলিরেজা ফিরোউজা, আরেক ভারতীয় গ্র্যান্ড মাস্টার অনিশ গিরি এবং হান্স নিয়েমানকে হারান প্রজ্ঞানন্দ। তাঁর জয়ের ধারা ধাক্কা পায় চিনের কোয়াং লিয়েম লি’র বিরুদ্ধে। পঞ্চম রাউন্ডের ম্যাচে হারেন প্রজ্ঞানন্দ। ষষ্ঠ রাউন্ডে পোল্যান্ডের জান-কিজিস্টফ ডুডার কাছে টাইব্রেকারে হারেন।

ম্যাগনেস কার্লসেনের বিরুদ্ধে বারবার জয়ে অবশ্য চমকে দিচ্ছেন ভারতের তরুণ দাবাড়ু। এ বছর ফেব্রুয়ারিতে বিশ্বের এক নম্বর কার্লসেনকে অনলাইন চ্যাম্পিয়নশিপে হারান রমেশবাবু প্রজ্ঞানন্দ। মাত্র ১০ বছরেই ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে নজির গড়েছিলেন প্রজ্ঞানন্দ। এ বছর মে মাসে এয়ারথিংস মাস্টার্স ব়্যাপিড চেস প্রতিযোগিতায় কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ।

Next Article