প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে নাদাল

Nov 21, 2020 | 12:20 PM

প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল। ৩ সেটের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে বাজিমাত।

প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে নাদাল

Follow Us

TV9 বাংলা ডিজিটাল : প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে (Paris Masters Semi-finals) রাফায়েল নাদাল (Rafael Nadal)।  স্বদেশীয় প্যাবলো ক্যারোনা বুস্তাকে (Pablo Carreno Busta) হারিয়ে খেতাবের পথে আরও একধাপ এগোলেন ২০টা গ্র্যান্ডস্লামের মালিক।

 

 

ফাইনালে ওঠার লড়াইয়ে এবার নাদাল খেলবেন আলেকজান্ডার জেরেভ বনাম স্টান ওয়ারিঙ্কার ম্যাচের বিজয়ীর সঙ্গে। বার্সি এরেনায় ৩ সেটের লড়াইয়ে ম্য়াচ জেতেন রাফা। স্বদেশীয় বুস্তাকে হারান ৪-৬, ৭-৫, ৬-১ ফলাফলে। এই সপ্তাহের শুরুর দিকে রাফা তাঁর কেরিয়ারের ১০০০তম ম্যাচ জেতার নজির গড়েছিলেন।

 

 

ঝুলিতে ২০টা গ্র্যান্ডস্লাম খেতাব থাকলেও, প্যারিস মাস্টার্স খেতাব এখনও অধরা রাফার। তাই অধরা প্যারিস মাস্টার্স জেতার জন্য মুখিয়ে আছেন বিশ্বের ২ নম্বর টেনিস তারকা। সেমিফাইনালে পৌঁছনোর পর ৩৪ বছর বয়সী নাদাল বলেন, “আমি মনে করি তৃতীয় সেটে আমি ভালো ভাবে ফিরে আসতে পেরেছি”। ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল তার প্রতিপক্ষের লড়াইয়ের প্রশংসা করেন। তাঁকে সামাল দিতে যে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তা স্বীকার করে নেন নাদাল।

Next Article