Wimbledon: পা পিছলে পড়েও কোয়ার্টার ফাইনালে নাদাল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 05, 2022 | 1:43 PM

তৃতীয় সেটে নাদাল ৫-২ এগিয়ে থাকা অবস্থা থেকে অনবদ্য় লড়াই দিলেন জান্ডশাল্প। সেট গড়ায় টাইব্রেকারে।

Wimbledon: পা পিছলে পড়েও কোয়ার্টার ফাইনালে নাদাল
পা পিছলে পড়ে যাওয়ার পর নাদাল।
Image Credit source: WIMBLEDON

Follow Us

 

লন্ডন : এ বছর দুটি গ্র্যান্ড স্লাম জিতে রয়েছেন। ওপেন এরায় পুরুষদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের নজির রাফায়েল নাদালের (Rafael Nadal) দখলে। বছরের শুরুতে ফ্যাব থ্রি রজার ফেডেরার, নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদালের গ্র্যান্ড স্লাম সংখ্যা ছিল ২০। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন মেজর জিতে নাদাল এখন ২২-এ পৌঁছেছেন। এ বছর কি ঘাসের কোর্টেও ফুল ফোটাবেন স্প্যানিশ কিংবদন্তি? প্রত্যাশা করাই যায়। উইম্বলডনে (Wimbledon) এদিন চতুর্থ রাউন্ডের ম্যাচে বোটিক ভ্যান ডে জান্ডশাল্পকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন রাফা। প্রথম দুই সেট সহজেই জিতলেন নাদাল। রাফার পক্ষে প্রথম দুই সেটের ফল ৬-৪, ৬-২। তৃতীয় সেটে মরিয়া লড়াই জান্ডশাল্পের। চলতি মরসুমে চারটি প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল এবং তারও পরে পৌঁছেছেন। তবে গ্র্যান্ড স্লামের মঞ্চ, উইম্বলডনের সেন্টার কোর্ট এবং রাফায়েল নাদালকে পেরিয়ে যাওয়া একেবারেই সহজ ছিল না।

 

তৃতীয় সেটের দশম গেমে ক্রস কোর্ট রিটার্ন মারার চেষ্টায় পা পিছলে পড়লেন রাফা। দ্রুত উঠেও দাঁড়ালেন। তবে তৃতীয় সেটে নাদাল ৫-২ এগিয়ে থাকা অবস্থা থেকে অনবদ্য় লড়াই দিলেন জান্ডশাল্প। দ্রুতই তৃতীয় সেটে ৫-৫ করেন। সার্ভ ধরে রেখে প্রতিপক্ষকে একটিও পয়েন্ট না দিয়ে ৬-৫ এ এগিয়ে যান রাফা। সেট এবং ম্য়াচ জয় নিশ্চিত করতে প্রয়োজন ছিল ব্রেক পয়েন্টের। টানা পয়েন্ট নিয়ে তৃতীয় সেটে স্কোরলাইন ৬-৬। সেট গড়ায় টাইব্রেকারে। প্রথম ২ পয়েন্ট নাদালের পক্ষে। এরপর টানা ২ পয়েন্ট জিতে ২-২ করেন জান্ডশাল্প। ৩-২ করতে সময় নেননি নাদাল। দীর্ঘ ব়্যালিতে ৪-২ করেন রাফা। প্রতিপক্ষ জান্ডশাল্প ক্রমশ হাল ছাড়তে শুরু করেন। নাদাল ৫-২ এগিয়ে গেলে এক পয়েন্ট নিয়ে ৫-৩ করেন জান্ডশাল্প। ৬-৪ এগিয়ে থাকা নাদালের হাতে তিনটি ম্য়াচ পয়েন্ট ছিল। জান্ডশাল্পের পাওয়ার ফুল রিটার্ন ব্যবধান কমিয়ে ৬-৫ করে। তিনটি ম্যাচ পয়েন্টই হাতছাড়া হয় নাদালের। এস মেরে ৭-৬ করেন নাদাল। ৮-৬-এ টাইব্রেকারে জিতে তৃতীয় সেট এবং ম্য়াচ ও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রাফায়েল নাদাল। শেষ অবধি তাঁর পক্ষে ফল ৬-৪, ৬-২, ৭-৬ (৮-৬)। অষ্টম বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল। শেষ আটে তাঁর প্রতিপক্ষ টেলর ফ্রিৎজ।

Next Article