Rani Rampal: দল থেকে ছেঁটে করা হয়েছে কোচ! ক্ষুব্ধ রানি রামপাল জানালেন নিজের সিদ্ধান্ত
Indian Hockey: ভারতীয় হকি বোর্ডের সভাপতি দিলীপ তিরকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রানি রামপালকে অনূর্ধ্ব-১৭ মেয়েদের দলের কোচ হিসেবে ঘোষণা করেছেন। রানির পাশাপাশি অনূর্ধ্ব-১৭ ছেলেদের হকি দলের কোচ করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সর্দার সিংকে। রানি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ঠিকই। কিন্তু তিনি দল থেকে বাদ পড়ার কারণে বেশ ক্ষুব্ধ।

চেন্নাই: এক সময় ভারতের মহিলা হকি (Hockey) দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টোকিও অলিম্পিকে তাঁর নেতৃত্বেই ভারতের মেয়েরা চতুর্থ হয়েছিল। সেই রানি রামপাল (Rani Rampal) এখন জাতীয় দলের বাইরে। কিন্তু তিনি এখনও খেলা চালিয়ে যেতে চান। এরই মাঝে ভারতীয় হকি বোর্ডের সভাপতি দিলীপ তিরকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রানি রামপালকে অনূর্ধ্ব-১৭ মেয়েদের দলের কোচ হিসেবে ঘোষণা করেছেন। রানির পাশাপাশি অনূর্ধ্ব-১৭ ছেলেদের হকি দলের কোচ করা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সর্দার সিংকে। রানি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ঠিকই। কিন্তু তিনি দল থেকে বাদ পড়ার কারণে বেশ ক্ষুব্ধ। জানিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্ত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
দল থেকে বাদ পড়ার এক মাস পর রানি রামপাল মুখ খুলেছেন। রানি জানিয়েছেন, এখনও বেশ ফিট তিনি। এবং ম্যাচে খেলার জন্য প্রস্তুত। জাতীয় দল থেকে বাদ পড়ার জন্য রানি আঙুল তুলেছেন ভারতীয় মহিলা হকি দলের হেড কোচ জানেক স্কোপমানকে। দল থেকে বাদ পড়ার পর রানিকে অনূর্ধ্ব-১৭ দলের কোচ করে দেওয়ায় একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাঁকে কি আর খেলতে দেখা যাবে না? রানি এই নিয়ে বলেন, ‘শেষ ২ বছরে আমার সঙ্গে যা হয়েছে সেটা ঠিক নয়। চোট সারিয়ে আমি ফিরে এসেছি। জাতীয় গেমসে সব চেয়ে বেশি গোল ছিল আমারই। কিন্তু আমাকে জাতীয় দলে নেওয়া হল না। আমি কেন জাতীয় দলে নেই, সেটার উত্তর দিতে পারবেন কোচ এবং নির্বাচকরা। আমার কাছে এর উত্তর বেই। তবে আমি এটাই বলতে পারি এখনই অবসর নিচ্ছি না। প্লেয়ার হিসেবে আমার এখনও অনেক কিছু করা বাকি আছে।’
রানির জায়গায় ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক করা হয় গোলরক্ষক সবিতা পুনিয়াকে। রানি বলেন, ‘আমি কখনও হাল ছাড়তে শিখিনি। আমাকে যদি হাল ছাড়তেই হত, তা হলে তো আমি অলিম্পিকের পরেই ছেড়ে দিতাম। অনূর্ধ্ব-১৭ দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছি কারণ, এটা দীর্ঘমেয়াদী নয়। প্রাথমিক ভাবে এটা একটা ৪৫ দিনের শিবির। তাই সেটার দায়িত্ব নিয়েছি। যদিও আগামী দিনে এই শিবির আরও বেশি দিনের হতে পারে।’
