চেলসির মুখে নামার আগে ব্যাপক চাপে জিদানরা

Apr 26, 2021 | 5:16 PM

মঙ্গলবার চেলসির (Chelsea) বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)

চেলসির মুখে নামার আগে ব্যাপক চাপে জিদানরা
চেলসির মুখে নামার আগে ব্যাপক চাপে জিদানরা

Follow Us

মাদ্রিদ: ইউরোপিয়ান সুপার লিগের (European Super League) ভরাডুবির এক সপ্তাহও পেরোয়নি, মঙ্গলবার চেলসির (Chelsea) বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে (Champions League Semi final) নামার আগে স্পেনের ক্লাবকে নিয়ে ব্যাপক চাপানউতোর রয়েছে। ইউরোপের সেরা ১২টা ক্লাব বিদ্রোহী মঞ্চে দাঁড়ালেও একে একে সরে গিয়েছে আটটা ক্লাব। কেউ বলছেন, নাম প্রত্যাহার না করলে আগামী বছর উয়েফা নির্বাসন করতে পারে রিয়ালকে। শুধু তাই নয়, ইউরোপের খবর অনুযায়ী, চেলসির বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে রেফারিও চাপে রাখতে পারে রিয়ালকে। এ সব উড়িয়ে দিচ্ছেন কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)।

ম্যাচের আগের দিন প্রেস মিটে তিনি বলেছেন, ‘রিয়াল আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলবে না, এটা ভাবার কোনও কারণ নেই। খুব ভালো করে জানি, অনেকে অনেক কিছু বলছে। সে সব থামানোর ক্ষমতা আমাদের নেই। আমাদের কাজ হল, চেলসি ম্যাচটাতে আরও বেশি ফোকাস করা।’

ইউরোপিয়ান সুপার লিগ বোর্ডের চেয়ারম্যান খোদ রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। কোচ জিদান নিজে কী ভাবছেন সুপার লিগ নিয়ে? জিদানের সোজা কথা, ‘প্রেসিডেন্ট খুব ভালো করে জানেন, সুপার লিগ নিয়ে আমার ভাবনা কী! এটুকু বলতে পারি, আগামী বছর রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পাওয়া যাবে।’

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে মানবিক কামিন্সের ৩৮ লক্ষ টাকা অনুদান

রেফারি প্রসঙ্গে জিদানের মন্তব্য, ‘রেফারি নিজের কাজ করবেন। আমরা শুধু চেলসি ম্যাচটা নিয়ে ভাবছি। আমরা যদি অন্যান্য বিষয় নিয়ে ভাবতে শুরু করে, তা হলে খেলার উপর প্রভাব পড়বেই। সেটা কিন্তু ধাক্কা হয়ে দেখা দিতে পারে। সব ভুলে ৯০ মিনিট আমাদের লড়াই করতে হবে, ম্যাচটা জেতার জন্য।’

Next Article