মুম্বই: ক্রিকেটের (Cricket) বাইরেও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটা মহান পরিচয় আছে। অন্যের বিপদে সবসময়ই এগিয়ে আসেন মাস্টার ব্লাস্টার। স্বেচ্ছাসেবী সংস্থা হোক কিংবা ব্যক্তিগত উদ্যোগ, দুঃস্থদের জন্য বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটের কিংবদন্তি। এ বার এক কৃষকের পাশে দাঁড়ালেন তিনি। কৃষকের মেয়ের ডাক্তারি (Doctor) পড়ার খরচ বহন করবেন মাস্টার ব্লাস্টার।
রত্নগিরির এক প্রত্যন্ত গ্রামের মেয়ে দীপ্তি বিশ্বরাও (Dipti Vishwasrao)। তাঁর গ্রামে এর আগে কেউ ডাক্তারি পড়েনি। সচিনের জন্যই আজ তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে। জায়ের গ্রামের প্রথম মেয়ে, যে মেডিক্যাল কলেজে ডাক্তারির নিয়ে পড়াশোনা করবে।
Dipti Vishvasrao from Zarye, Ratnagiri is now all set to become the 1st doctor from her village. Thanks to @sachin_rt’s involvement!
Her dream of going to medical college is now within reach. Thank you Sachin, for being part of Dipti’s, and several other students’ journey. pic.twitter.com/kTCGWi8o6h— Seva Sahayog Foundation (@sevasahayog) July 27, 2021
গরীব কৃষকের মেয়ে দীপ্তি বিশ্বরাও বলেন, ‘এখন আমিও বাকিদের মতো মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়তে পারব। সচিন তেন্ডুলকরের জন্য আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। অনেক ধন্যবাদ। উনি বলেছিলেন, পরিশ্রমই সাফল্যের হাতিয়ার। শেষ পর্যন্ত সাফল্যের পথে এগোতে চলেছি আমি। আমার ডাক্তারি পড়ার স্কলারশিপের অর্থ ব্যবস্থা করে দিয়েছেন সচিন তেন্ডুলকর।’
দীপ্তিকে আগামীর শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং সচিনও। টুইটে তিনি বলেন, ‘ওর এই সাফল্য সবাইকে অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন: পা দিয়ে ক্যারাম খেলে চমক, সচিনও উচ্ছ্বসিত