US Open 2022: মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় উইলিয়ামস বোনেদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 02, 2022 | 8:07 AM

US Open 2022: লিন্ডা নোসোকোভা এবং লুসি হ্রাদেকা চেক জুটির কাছে ৬-৭ (৫-৭), ৪-৬'র স্ট্রেট সেটে হার সেরেনাদের।

US Open 2022: মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় উইলিয়ামস বোনেদের
Image Credit source: TWITTER

Follow Us

নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2022) সেরেনাদের জন্য হতাশা। মহিলাদের সিঙ্গলসে আগেই বিদায় নিয়েছিলেন দিদি ভেনাস উইলিয়ামস (Venus Williams)। সিঙ্গলসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন সেরেনা। ডাবলসে হতাশা। মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় সেরেনা এবং ভেনাস জুটির। তাও আবার স্ট্রেট সেটে। লিন্ডা নসকোভা এবং লুসি হ্রাদেকা চেক জুটির কাছে ৬-৭ (৫-৭), ৪-৬’র স্ট্রেট সেটে হার সেরেনাদের। ৪২ বছরের ভেনাস উইলিয়ামস এখনও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার করেননি। সেরেনা অবশ্য আগেই ঘোষণা করেছেন, ইউ এস ওপেনের পরই ব়্যাকেট তুলে রাখবেন। জুটিতে তাঁরা শেষ ম্যাচ খেলে ফেললেন, এমনটাই মনে করা হচ্ছে।

সিঙ্গলসে ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা। তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা তমজাঙ্কোভিচের বিরুদ্ধে খেলবেন সেরেনা। ডাবলসে ১৪ টি গ্র্যান্ড স্লাম জিতেছেন সেরেনা, ভেনাস। আর্থার অ্যাশে স্টেডিয়ামে কোর্টে নামার সময় স্ট্যান্ডিং অবেশনে স্বাগত জানানো হয় তাঁদের। স্থানীয় সমর্থন। প্রত্য়াশা পূরণ হল না। চেক প্রজাতন্ত্রের ১৭ বছরের লিন্ডা নসকোভা এবং ৩৭’র লুসি হ্রাদেকা জুটির সঙ্গে পেরে উঠলেন না উইলিয়ামস বোনেরা। প্রথম সেটে কিছুটা লড়াই হল। টাইব্রেকারে প্রথম সেট জেতে চেক জুটি। দ্বিতীয় সেটে ৪-৬’র হার সেরেনাদের।

 

ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে যুক্তরাষ্ট্র ওপেনের ডাবলসে নেমেছিলেন সেরেনা-ভেনাস। শেষ বার তাঁরা জুটিতে খেলেছিলেন ২০১৮ ফরাসি ওপেনে। শেষ ষোলো অবধি পৌঁছেছিলেন তাঁরা। এবার প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল। গ্র্যান্ড স্লাম ইভেন্টে এই নিয়ে চতুর্থ বার প্রথম রাউন্ডেই বিদায় নিল সেরেনা-ভেনাস জুটি। শেষ বার এমনটা হয়েছিল ২০১৩ সালের ফরাসি ওপেনে।