Paris Olympic: অলিম্পিকে রাজনীতি ছোঁয়া! রাশিয়া-বেলারুশের বিরুদ্ধে জোট বাঁধলেন কারা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 10, 2023 | 8:14 AM

আগামী বছর প্যারিস অলিম্পিকে রাশিয়া, বেলারুশের অ্যাথলিটদের নামতে দেওয়া উচিত নয়, এমনই দাবি তুলে দিলেন ৪২ জন প্রাক্তন কানাডিয়ান অলিম্পিয়ান। কেন?

Paris Olympic: অলিম্পিকে রাজনীতি ছোঁয়া! রাশিয়া-বেলারুশের বিরুদ্ধে জোট বাঁধলেন কারা?
Paris Olympic: অলিম্পিকে রাজনীতি ছোঁয়া! রাশিয়া-বেলারুশের বিরুদ্ধে জোট বাঁধলেন কারা?
Image Credit source: Twitter

Follow Us

প্যারিস: অলিম্পিকে আবার রাজনীতির ছোঁয়া। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (International Olympic Committee) সিদ্ধান্তকে বদলানোর দাবি তুলে দিলেন কানাডার একঝাঁক প্রাক্তন অ্যাথলিট (Retired Canadian Athlete)। ইউক্রেনে হামলার পর রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের উপর নিষেধাজ্ঞা জারি করা করা হয়েছিল। কিন্তু ওই দুই দেশের অ্যাথলিটদের পতাকা হাতে মাঠে নামার অনুমতি দেয় এই অলিম্পিক নিয়ামক সংস্থা। সেই ছাড়পত্র তুলে নেওয়ার জন্য এ বার আবেদন করলেন ৪২ জন প্রাক্তন কানাডিয়ান। বহু দেশ ইতিমধ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এমনকি ইউক্রেনের (Ukraine) তরফে প্যারিস অলিম্পিক বয়কটের হুমকিও দেওয়া হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla -র এই প্রতিবেদনে।

কানাডিয়ান অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, রাশিয়া এবং বেলারুশের উপর আবার নিষেধাজ্ঞা  জারি করা হোক। কানাডিয়ান অলিম্পিক কমিটির প্রধান ডেভিড শুমাখার বলেন, “নিরপেক্ষ ভাবে অলিম্পিকে প্রতিযোগিতা করতে হলে ওই দেশের অ্যাথলিটদের উচিত প্রকাশ্যে যুদ্ধের বিরুদ্ধে সরব হওয়া।” কিন্তু কানাডিয়ান অলিম্পিক কমিটির ৪২ জন অ্যাথলিট এক বিবৃতিতে একযোগে বলেছেন, “রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, এটা আমরা চাই না। নিরপেক্ষ ভাবে তাদের প্রতিযোগিতা নামতে দেওয়া মানে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গুরুত্ব হারানো। কিন্তু রাশিয়া যতদিন পর্যন্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে, ততদিন ওই দুই দেশ অর্থাৎ রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা কোনও ভাবেই অলিম্পিকে প্রতিযোগিতা করার সুযোগ পেতে পারে না।”

মূল্যবোধের উপর দাঁড়িয়েই কানাডার অ্যাথলিটরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই যুক্তি সারা বিশ্ব সমর্থন করে। কিন্তু প্রশ্ন হল, অ্যাথলিটরা দেশের রাজনীতির অংশ নন। কোনও দেশ বা সংস্থা যদি অনৈতিক কাজে যুক্ত হয়ে পড়ে তার খেসারত অ্যাথলিটরা দেবেন কেন? এই যুক্তির পক্ষেই বরাবর সওয়াল করেছে আইওসি। যে কারণে অ্যাথলিটদের ছাড়া দেওয়া হয়। একই সঙ্গে দেশের সরকার বিরোধী কোনও মন্তব্য করলে তা যে অ্যাথলিটদের বিরুদ্ধে যাবে, তার নিশ্চয়তাই বা কোথায়?

এই অ্যাথলিটদের তালিকায় মহান স্বর্ণপদক জয়ী কানাডিয়ান অলিম্পিয়ানরা রয়েছেন। হকি প্লেয়ার হেলি উইকেনহেইজার, ফ্রি স্টাইল স্কিয়ার অ্যালেক্স বিলোডো, আন্তঃ দেশীয় স্কিয়ার বেকি স্কটরা রয়েছেন এই তালিকায়। কানাডার প্রাক্তন অ্যাথলিটদের মতে, “ওই দুই দেশের প্রতিযোগীদের অলিম্পিকে অংশগ্রহনের ক্ষেত্রে বিরোধিতা করা মানে যে শুধুমাত্র তাদের নাগরিকত্বের বিরোধিতা করা তা নয়, বেআইনি ও অমানবিক যুদ্ধকেও বিরোধিতা করা।”

Next Article