দাবা অনুশীলনের মাঝেই চলছে মেয়েকে ঘুম পাড়ানো! সূর্যশেখরের প্রশংসায় নেটিজেনরা

sushovan mukherjee |

Feb 11, 2021 | 2:36 PM

রাতে আরিয়াকে ঘুম পাড়ানোর জন্য নিজেদের মত সূচি বানিয়ে নিয়েছেন সূর্যশেখর ও তাঁর স্ত্রী। দেরিতে ঘুমোতে যান সূর্য। তাই মাঝরাতে বাবার কোলে যখন আরিয়া ঘুমোয়, তখন ঘুম পাড়ানোর ফাঁকে দাবার অনুশীলন চলে সূর্য-র।

দাবা অনুশীলনের মাঝেই চলছে মেয়েকে ঘুম পাড়ানো! সূর্যশেখরের প্রশংসায় নেটিজেনরা
ছবি-সূর্যশেখরের টুইটার

Follow Us

রক্তিম ঘোষ

কলকাতা: নতুন বছরে সল্টলেকের গঙ্গোপাধ্যায় পরিবারে এসেছে নতুন অতিথি। এখন আরিয়াকে নিয়ে ব্যস্ততা যেন কাটছেইনা বাবা সূর্যশেখরের। চলতি বছরের ৩রা জানুয়ারি বাবা হয়েছেন বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর। মেয়ে আরিয়াই এখন সূর্য-সুদেষ্ণার নতুন পৃথিবী।দাবার চাল দিতে দিতে কিভাবে মেয়েকে ঘুম পাড়ান বাংলার তারকা দাবাড়ু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সূর্যশেখর। যেই পোস্ট নিমেষে জনপ্রিয় হতে শুরু করে নেটিজেনদের মধ্যে।

মেয়েকে কোলে ঘুম পাড়াচ্ছেন। আর অন্যদিকে অনলাইনে দাবা অনুশীলন করছেন। বাবা হওয়ার পর কতটা দায়িত্ববান এখন সূর্যশেখর, তা যেন বলে দিচ্ছে এই ছবিটাই। কেমন কাটছে ফাদারহুড? সূর্য-র কথায় দিব্যি। শুধু মেয়েকে ঘুম পাড়ানোটাই সূর্যশেখর ও সুদেষ্ণার কাছে একটা যুদ্ধ। ঘুমের জন্য ছোট্ট আরিয়ার পছন্দের জায়গা বাবা কিংবা মায়ের কোল। বিছানা একেবারে না পসন্দ।

আরও পড়ুন:হারতে হারতে জয় জোকারের, সেরেনা তৃতীয় রাউন্ডে

বুধবার বিকেলে যখন সূর্যশেখরের সঙ্গে যোগাযোগ করা হয়, বাংলার তারকা গ্র্যান্ডমাস্টার জানান, “আমি এখন আরিয়াকে কোলে নিয়ে ছাদে ঘুরছি। ফোনের আওয়াজ হোক বা পাখির ডাক, বাবার কোলে ঘুমোলে আরিয়াকে কেউ ডিস্টার্ব করেনা। তবে অভ্যাস যাতে খারাপ না হয়, তাই বিছানাতেও মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আমরা।”

আরও পড়ুন:লা লিগায় ছক বদলে বাজিমাত জিদানের

রাতেও আরিয়াকে ঘুম পাড়ানোর জন্য নিজেদের মত সূচি বানিয়ে নিয়েছেন সূর্যশেখর ও তাঁর স্ত্রী। দেরিতে ঘুমোতে যান সূর্য। তাই মাঝরাতে বাবার কোলে যখন আরিয়া ঘুমোয়, তখন ঘুম পাড়ানোর ফাঁকে দাবার অনুশীলন চলে সূর্য-র। সকালে অবশ্য মায়ের জিম্মায় থাকেন ১ মাস ১ সপ্তাহের ছোট্ট আরিয়া।

Next Article