লা লিগায় ছক বদলে বাজিমাত জিদানের

কার্ড আর চোট সমস্যায় ছিলেন না রিয়ালের প্রথম একাদশের নয় ফুটবলার। বাধ্য হয়েই ছক বদলাতে হয় কোচ জিদানকে। তাতেও জয় আটকাল না রিয়ালের। ঘরের মাঠে গেটাফেকে ২-০ হারালেন করিম বেনজামারা। এই জয়ের ফলে লিগ তালিকার ২ নম্বরে উঠে এল রিয়াল।

| Updated on: Feb 10, 2021 | 5:17 PM
লা লিগায় গেটাফেকে ২-০ হারাল রিয়াল মাদ্রিদ।

লা লিগায় গেটাফেকে ২-০ হারাল রিয়াল মাদ্রিদ।

1 / 5
গেটাফের বিরুদ্ধে ৩-৪-৩ ছকে দলকে খেলিয়ে বাজিমাত জিদানের

গেটাফের বিরুদ্ধে ৩-৪-৩ ছকে দলকে খেলিয়ে বাজিমাত জিদানের

2 / 5
৬০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজামা

৬০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজামা

3 / 5
৬ মিনিট পর রিয়ালের জয় নিশ্চিত করেন ফারল্যান্ড মেন্ডি।

৬ মিনিট পর রিয়ালের জয় নিশ্চিত করেন ফারল্যান্ড মেন্ডি।

4 / 5
লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে রিয়াল।

লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে রিয়াল।

5 / 5
Follow Us: