Roger Federer Retires: চোটের কাছেই হার, টেনিসকে বিদায় জানালেন রাজা

ক্রিকেটের বাইরে কোন ক্রীড়াবিদের সঙ্গে দেখা করতে চাইবেন। দ্রাবিড় জানিয়েছিলেন ফেডেরারের কথা। উইম্বলডনে ফেডেরারের সঙ্গে দেখা হওয়ার পর ফ্যান বয় মুহূর্তের কথাও ভাগ করে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়।

Roger Federer Retires: চোটের কাছেই হার, টেনিসকে বিদায় জানালেন রাজা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 15, 2022 | 8:31 PM

দীপঙ্কর ঘোষাল

বারবার ইচ্ছে প্রকাশ করেছেন, ঠিক ফিরে আসবেন। প্রত্যাবর্তনের সেই মঞ্চে আবার উঠে দাঁড়াবেন রাজা। সাফল্যের মুকুট পরে। গত দেড় বছরে বারবার চোট নিয়ে আলোচনা হয়েছে। অস্ত্রোপচার সফল। রিহ্যাব করছেন। ফিট হওয়ার চেষ্টায় জিমও যাওয়া শুরু করেছেন। সাদা হাফপ্যান্ট আর সাদা টি-শার্ট পরে যে কোনও দিন আবার টেনিস কোর্টে নেমে পড়বেন। সেই ঘাতক সার্ভিস কিংবা ধারালো ফোর হ্যান্ড, ব্যাক হ্যান্ড বেরিয়ে আসবে। গ্যালারি উচ্ছ্বসিত হবে তাঁকে নিয়ে। কুর্নিশ করবে। কিছু স্ক্রিপ্ট আগাম লেখা হয়ে যায়। কিন্তু জীবন যে স্ক্রিপ্ট মেনে চলে না, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎই অবসর ঘোষণা করে দিলেন রজার ফেডেরার (Roger Federer)। ২৪ বছরের বর্ণময় কেরিয়ারের অবসান ঘটল। ২০টা গ্র্যান্ড স্লাম জিতেছেন সব মিলিয়ে। রাফায়েল নাদালের (Rafael Nadal) সঙ্গে খেলেছেন এক-একটা ঐতিহাসিক ম্যাচ। সে সব অতীত করে  ‘প্রাক্তন’ হয়ে গেলেন টেনিসের রাজা।

সোশ্যাল মিডিয়া পোস্টে টেনিস কিংবদন্তি মূলত গত তিন বছরের সমস্যার কথাই তুলে ধরেছেন। সবার আগে গ্র্যান্ড স্লাম সংখ্যা ২০-তে পৌঁছেছিলেন রজার। চোট আঘাতে এগতে পারছিলেন না। বয়স শুধুই সংখ্যা মাত্র, কোর্টে নেমে স্মরণীয় কিছু মহূর্তে তা প্রমাণ করেছেন। তিন বছর অবশ্য পরিস্থিতি একেবারেই তাঁর পক্ষে ছিল না। রাফায়েল নাদাল, নোভাক জকোভিচরা তাঁর থেকে গ্র্যান্ড স্লাম সংখ্যায় অনেকটা পিছিয়ে ছিলেন। এ বছর জোড়া গ্র্যান্ড স্লাম জেতেন নাদাল। তাঁর মোট মেজর সংখ্যা ২২। নোভাক জকোভিচ উইম্বলডন জিতে ছাপিয়ে গিয়েছেন ফেডেরারকে। ‘রাজা’ যদি চোট আঘাতে না ভুগতেন, পরিস্থিতি কি এমনই হত? হয়তো না। হতেই পারত, গ্র্যান্ড স্লাম সংখ্যায় শিখরে থাকতেন রজার-ই। সংখ্যা যাই বলুক, ফেডেরার সর্বকালের অন্যতম সেরা, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।

ফেডেরারের উত্থান শুরু হয়েছিল ২০০১ সালের উইম্বলডনে। পুরুষদের টেনিসে তখন একনম্বর পিট সাম্প্রাস। টানা চার বার উইম্বলডন জিতে ফেলেছেন। সেই দুরন্ত সাম্প্রাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ১৯ বছরের রজার ফেডেরার। পাঁচ সেটের সেই ম্যাচ টেনিস ইতিহাসের রূপরেখাই বদলে দিয়েছিল। ফেডেরারে প্রথম মেজর জয় ২০০৩ উইম্বলডনে। সেমিফাইনালে হারান অ্যান্ডি রডিকের মতো তারকাকে। ২০ টি গ্র্যান্ড স্লাম, ৩১০ সপ্তাহ এটিপি ক্রমতালিকায় শীর্ষস্থান, এর মধ্যে টানা ২৩৭ সপ্তাহ এক নম্বরে থাকা, পাঁচ বার বছর শেষে শীর্ষে থাকা। ফেডেরারের সাফল্যের খতিয়ান লিখে শেষ করা যাবে না।

ফেডেরার শুধুমাত্র টেনিসেই সীমাবদ্ধ নন। বিশ্বের নানা ক্রীড়াক্ষেত্রেই তাঁর বন্ধুত্বের পরিধি। ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর বন্ধুত্ব অজানা নয়। অনেক বার ফেডেরারের খেলা দেখতে স্ট্যান্ডে থেকেছেন। ম্যাচের পর দেখা হয়েছে, কথা হয়েছে। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়কে এক বার জিজ্ঞেস করা হয়, ক্রিকেটের বাইরে কোন ক্রীড়াবিদের সঙ্গে দেখা করতে চাইবেন। দ্রাবিড় জানিয়েছিলেন ফেডেরারের কথা। উইম্বলডনে ফেডেরারের সঙ্গে দেখা হওয়ার পর ফ্যান বয় মুহূর্তের কথাও ভাগ করে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়।

সকলকেই একটা সময় থামতে হয়। ফেডেরারও থামার সিদ্ধান্ত নিলেন। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপের পরই পেশাদার টেনিসে ইতি টানবেন তিনি। টেনিসের সঙ্গে তাঁর সম্পর্ক, কোনওদিনই শেষ হওয়ার নয়। এর পরও হয়তো টেনিস খেলবেন, ভালোবেসে। সেরেনা, ফেডেরারের পর পেশাদার টেনিস সার্কিটে চারমূর্তির মধ্যে রইলেন নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল। এ বার হয়তো নতুনদের উঠে আসার পালা। যুক্তরাষ্ট্র ওপেনে যেমন কার্লোস আলকারাজের মতো নতুন তারকার উদয় হল। কেউ ফেডেরার, সেরেনার মতো কিংবা তাঁদের সাফল্যের কাছাকাছি পৌঁছতে পারবেন কী না, সময়ই বলবে। ঠিক যেমন নতুন প্রজন্মকে সময় শোনাবে ফেডেরার নামের এক মহানায়কের গল্প।

রজার ফেডেরারের সাফল্যের খাতা

গ্র্যান্ড স্লাম: ২০

অস্ট্রেলিয়ান ওপেন জয় ৬বার : ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭, ২০১৮

ফরাসি ওপেন জয় ১বার : ২০০৯

উইম্বলডন জয় ৮বার : ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২, ২০১৭

ইউএস ওপেন জয় ৫বার : ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮

অলিম্পিক গেমস সোনা: ২০০৮ সালে, ডাবলসে

রুপো: ২০১২ সালে সিঙ্গেলসে

ডেভিস কাপ: ১টি (২০১৪)

হপম্যান কাপ: ৩টি (২০০১, ২০১৮, ২০১৯)