প্যারিস: রোদ ঝলমলে সকাল, ক্লে কোর্ট, পানামা টুপি আর ছায়া। ফরাসি ওপেনের (French Open) অতি পরিচিত দৃশ্য। ক্লে কোর্টে টেনিস প্লেয়ারদের র্যাকেট হাতে অনেকটা ছবির মতো দেখায়। একটা মায়াবী দৃশ্য তৈরি হয় রোলাঁ গারোঁতে (Roland-Garros)। আজ থেকে শুরু হল ঐতিহ্যশালী ফরাসি ওপেন।
ছুটির সকালে ফরাসি ওপেনের প্রথম দিনই ম্যাচ দেখতে হাজির দর্শকেরা। সারি দিয়ে দাঁড়িয়ে লাইনে। গত বছর এই দৃশ্য থেকে বঞ্চিত হয়েছিল টেনিসপ্রেমীরা। কোভিডের (COVID-19) কারণে গত বার সেপ্টেম্বর-অক্টোবরে ২০ ডিগ্রি তাপমাত্রায় হয়েছিল ফরাসি ওপেন। পানামা টুপির বদলে জ্যাকেট আর ছাতার ব্যবহার বেশি দেখা গিয়েছিল। মাত্র ১ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল গতবছর। এ বছর প্রথম দিন থেকে ৫,৩৮৮ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। জুনের ৯ তারিখ থেকে বাড়ছে দর্শক প্রবেশের সংখ্যা। ১৩ হাজারের উপর দর্শক ফরাসি ওপেনে উপস্থিত থাকতে পারবেন জুনের ৯ তারিখের পর থেকে।
প্রথম দিন অবশ্য ফরাসি ওপেনে নেই টেনিস জগতের বিগ থ্রি। কালই কোর্টে নামবেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে নামবেন নাদাল। জোকোভিচ খেলবেন মার্কিন প্রতিপক্ষের বিরুদ্ধে। উজবেকিস্তানের প্রতিপক্ষের বিরুদ্ধে কাল কোর্টে নামবেন রজার ফেডেরার।
আরও পড়ুন: টিমকে বলেছিলাম, চলো লড়াই করি: তুচেল