ছেলেবেলার স্কুলের নামকরণ রবি দাহিয়ার নামে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 18, 2021 | 2:04 PM

রবি দাহিয়ার একটা বিশাল ছবি ঝোলানো হয়েছে স্কুলে। যাতে স্কুলের বাচ্চারা তাদের প্রাক্তন ছাত্রকে দেখে অনুপ্রাণিত হতে পারে।

ছেলেবেলার স্কুলের নামকরণ রবি দাহিয়ার নামে
ছেলেবেলার স্কুলের নামকরণ রবি দাহিয়ার নামে

Follow Us

নয়াদিল্লি: আদর্শ নগরের রাজকীয় বালবিদ্যালয় স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। দিল্লির সেই সরকারি স্কুলে সংবর্ধনাও দেওয়া হয়েছে তাঁকে। অলিম্পিকে রুপো পেয়েছেন বলে। শুধু তাই নয়, এ বার থেকে আদর্শ নগরের ওই স্কুলের নামকরণও হল তাঁর নামে। এ বার থেকে আদর্শ নগরের ওই স্কুলের নাম হল রবি দাহিয়া বালবিদ্যালয়।

মঙ্গলবার দিল্লি সরকারের (Delhi govt) তরফে সংবর্ধনা দেওয়া হয় রবিকে (Ravi Dahiya)। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও হাজির ছিলেন সেখানে। তিনি বলেছেন, ‘নিজের পরিশ্রম দিয়ে দিল্লির সরকারি স্কুলের একটি ছেলে দেশের যুব আইকন হয়ে গিয়েছে। স্কুলের কাছেও এটা বিরাট ব্যাপার।’

রবি দাহিয়ার একটা বিশাল ছবি ঝোলানো হয়েছে স্কুলে। যাতে স্কুলের বাচ্চারা তাদের প্রাক্তন ছাত্রকে দেখে অনুপ্রাণিত হতে পারে। উপমুখ্যমন্ত্রীর কথায়, ‘খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যত্নশীল দিল্লি। রবি দাহিয়ার মতো আরও তরুণ মুখ তুলে আনাটাই লক্ষ্য। সে দিকে নজর রেখেই দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে।’

আপ্লুত রবি বলেছেন, ‘আমার খেলাধুলোর ক্ষেত্রে দিল্লি সরকার বরাবর এগিয়ে এসেছে। পাশে থেকে। সাহায্য করেছে। এটা না পেলে আমার পক্ষে অলিম্পিক পদক পাওয়া সম্ভব ছিল না।’

Next Article